নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

পিছু ডাক

১১ ই জুলাই, ২০২২ বিকাল ৫:১৪

আজকের পৃথিবীটা সুন্দর লাগছে
আরও সুন্দর করে দিলে তুমি
তোমার কাতর চোখ,
তোমার অবশ সূর্যস্নাত শরীর,
নিশ্চুপ করে দেয় আমায়।
আমি একবার এগিয়ে যাই
তোমার কাছে প্রশ্ন করি,
তুমি কি আমাকে ভালবাস?
উত্তর নেই তার কোন।
এবার পিছিয়ে এসে,
উত্তর পাই, ভৎসনার!

কেন তুমি ভালবাসনা আমায়,
সে হিসেব কষতে বহুদূরে-
জগৎ ঘুরে পেয়েছি তার উত্তর।
আমার স্বার্থপরতা, আমার খাঁদ
যা কিছু তোমার দৃষ্টিতে এসেছে
যেসব আর ফুরাবার নয়,
সেসবের তরে সব হয়ে যায় ক্ষয়।

তারপরও জানি কিছু বাকি আছে,
তোমার আর আমার হৃদয়ের কাছে,
কালচক্র ধাবমান আমাদের শিরায়;
ফিরে ফিরে ডাকে যৌবনের গানঃ
ফুলবন জুড়ে আজ আগুনের আহ্বান।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২২ রাত ২:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুন্দর কাব্য!
কোন ফরমেটে লেখা?

১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ। রবীন্দ্রনাথের মানসী কাব্য দ্বারা অনুপ্রাণীত!

২| ১২ ই জুলাই, ২০২২ রাত ২:৪৪

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.