নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

তোমার ব্যাপ্তি

১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৯

আমাদের জেগে থাকা রাত্রির গভীরতায়;
আমাদের স্বপ্নেরা ক্ষণে ক্ষণে মূর্ছা যায়!
আমাদের কবিতার শবদেহ পিঁপড়ায় খায়;
আমাদের মস্তক লুটিয়ে পড়ে ওই দু'টি পায়।

সবুজ ঘন ভয়ানক জঙ্গল ভীত সন্ত্রস্থ হায়
কী কথা শোনালে তুমি এই অবুঝ আমায়!
জেনেছিগো তোমার কাছে আমি চির অসহায়;
তোমার দ্যুতিতে আমি যে ভুগছি অন্ধতায়!

সেদিন পৌষের হাওয়ায় আমি দেখেছি কাকে?
ভালবেসে এ জীবন দান করেছি সেই তাকে;
জলের তলে সে যে ভালবাসে আটকানো শ্বাসটাকে!
যে পথ দিয়েই যাই, সে চোখে চোখেই থাকে।

আমার বুকের ভেতর পেঁচার মতো সে ডাকে
বলে সে, ভালবাসতে পারে নি এই আমাকে
তবুও সে চুপচাপ বসে থাকে আমার ভ্রুর ফাঁকে
হাওয়ার ভেতরে কেন উল্টায় চক্রশীল দেহটাকে?

কি যে তার রূপ, তা যদি জানতো তোমাদের মন
বুঝতো কেন হাঁটছি আমি মাথায় বেঁধে কাফন।
দূর মহাসাগরে কেন যে ডোবে দুঃখের সব নীল লণ্ঠন!
তবু জানি তুমিই আমার বিদ্যুৎ কেন্দ্র, তুমিই সুন্দরবন।


মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২২ ভোর ৫:১৮

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: কবিতাটা সূর্য নামক নক্ষত্রের উদ্দেশ্যে রচিত। আপনারা আমার অন্য কিছু ভাববেন না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.