নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

শেষ কবিতা

২৩ শে জুলাই, ২০২২ রাত ৯:০৯

যখন মনে হয়, তুমি আমাকে ভুলে যাবে,
অন্য বুকে রাখবে মাথা সমান্তরাল সন্নিবেশে।
আমি ভুলে যাবো তুমি ছিলে কোনো দিন,
তোমার অস্তিত্বের জলাশয় জুড়ে থাকবে সুখ
বিমূর্ত আকাশ ভাসবে হাহাকারে, ভাসবে বেসুরে;
তখন, ভয়ে আমি কুচকে যাই বিশাল বেলুনের মতো।

কি করে তুমি অস্বীকার করবে আমাদের প্রেম?
যা রচিত হয়েছিলো আলিঙ্গনের সাগর মন্থনে;
কেমন করে পারবে তুমি ফুল ফোটাতে বুকে?
যে বুকে আমার আদরের মেলা বসেছিল প্রতিদিন!
কিভাবে তোমার কণ্ঠস্বর এবং চোখ কাঁপবে আমায় ছাড়া?

তোমার হৃদয় কি তবে আজ ঘাসের মত চুপ?
আমার কান্নার রং কি তবে ভুলেছ তুমি আজ!
হয়তো এতে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এখনই
তীব্র ঝড়ে ডুবে যাবে টাইটানিকের ক্লাইমেক্সটুকু,
হয়তো ইউটিউব কোম্পানি দেউলিয়া ঘোষিত হবে।
পৃথবীর সব যুবক দেবে গলায় দড়ি কিংবা মৃত্যুর
আহ্বানে শুরু করবে শোক সংগীতের মাতম; অথবা
পৃথবীর সব জোস্নার নীল ঢেউ হয়ে যাবে শেষ কবিতা
এই পৃথিবীর!



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২২ রাত ১:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে ভুলে যায় তাকে ভুলে
যাওয়াই উত্তম। এতেকষ্ট
কমে যায়! হারানোর ব্যাথা
ভুলে যেতে যারা পারেনা
তারা দুঃখ বিলাসী!

২৬ শে জুলাই, ২০২২ রাত ১০:০৮

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: কেউ কেউ থাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.