নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

ছেলেবেলা

২৮ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

অনেক ঘুমের পরে মনে পড়ে সেই কবেকার
চিৎকার করে ওঠা ছেলেবেলার বিরল কথকতা।
আমি শুয়ে ছিলাম নিরবিচ্ছিন্ন খেসারি খেতে;
পাশে শুয়ে ছিল ধানক্ষেত, চোখে ছিল নিরবতা,
ডানায় মাটির গন্ধ মেখে ডেকেছে কত পাখি!
আমি সেই অন্তরঙ্গতায় কত ছবি এঁকেছিলাম!
সে ছবিতে ঘর ছিল, সংসার ছিল, কথা ছিল;
মনে মনে একটি লাটাই কেনার সাধ ছিল সেদিন।

পকেট-ছুরি দিয়ে কাঁচা আম কাটাকুটির আশা-
বুক ভরা ছিল পাকা কুলের প্রতি নিষিদ্ধ আকর্ষণ
হঠাৎই ঝড়ের কবলে নৌকার বৈঠা হারিয়ে ফেলা
আরও ছিল মাছ ধরতে গিয়ে খালি হাতে ঘরে ফেরা
শাপলা শালুক, পঁচা শামুকে পা কেটে ফেলা দুপুর।
এসব শেষে ঘরে ফেরা এবং হারিকেনের সলতে নামানো
স্নিগ্ধ সন্ধ্যা যাপন। লাল পেয়ারার প্রতি বিরল প্রেমের রাত
সেই সাথে বড়দের ধমক আর দূর্লভ ঘুম- অবিরাম স্বপ্ন।

সেই সময় আজো আছে, আজো বুকের ভেতরটা টাটায়
গলা ছেড়ে গাইতে ইচ্ছে হয়, হায় ছেলেবেলা, আয় আয়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একই সময়ে একই সাথে
একই কবিতা একই ব্লগে
প্রকাশ করার হেতু কি?

একটা রেখে অন্যটি মুছে দিন

যা হক কবিতায় ভালো লাগা,
তবে শিরোনামে ছেলেবেলা
কেনো? মেয়ে বেলা নয় কেনো!

২৮ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: মুছে দিয়েছি। মেয়ে বেলা নয়, কারণ আমি মেয়ে বেলা নিয়ে লিখি নি।

২| ২৮ শে জুলাই, ২০২২ রাত ৮:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন কোন নারীবাদিরা ছেলেদের
সাথে দূরত্ব তৈরী করার জন্য ও
স্বকীয়তা বজায় রাখার জন্য
ছেলেবেলা নয় নেয়েবেলা
বলতে বেশী উৎসাহী!

২৮ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৪

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ও আচ্ছা। আমি নিশ্চিত আমি তেমন নই। আমি পুরুষতন্ত্রের পক্ষে। কারণ আমি নিজে একজন পুরুষ। আমি এতে গৌরব অনুভব করি। তবে, ব্লগে আইডি খোলার সময় এক্সপেরিমেন্টালি নিকনেম তন্দ্রাকুমারী হয়ে যায়। আমি ভেবেছিলাম এটা পরিবর্তন করা যায়। পরে দেখি হচ্ছে না। আইডিতে লিখে রেখেছি আমার পরিচয় আমি হাসান সাখাওয়াত। পুরুষদের প্রেম নিয়েই বেশি লিখি। পুরুষদের প্রেমেই এই পৃথিবী বহমান। নারী সেখানে প্রেরণা দেবে। "তন্দ্রাকুমারী" আমার তেমনই এক প্রেরণার নাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.