নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

বিষন্নতার কাব্য

০১ লা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪৯

বন্ধ আমার ঘরের জানালা, বন্ধ আমার দ্বার
ভালবাসি ফুল, পাখি আর উঁচু উঁচু সব পাহাড়!
কেউ ভালবাসে অনেক টাকা কেউবা দামী বাড়ি
কেউ ভালবাসে বাগান বিলাস কিংবা মুখের দাঁড়ি!

অনেক ইচ্ছে নিয়ে আমি বসে আছি ঘরের কোণে
আমার মনটা শুধু তোমায় পাবার জন্য সময় গোণে!
কোথায় তুমি, কোথায় তোমার মনের আকাশ-নদী
এমন দিনে একলা ঘরে তোমায় আমি পেতাম যদি!

টুপটাপ বৃষ্টিতে ভিজে গেলো জানালার ঝকঝকে কাঁচ
আমার সকালটা ফুরিয়ে হয়েছে এখন দুপুরের ছাচ।
তারপর বিকেল বয়ে সন্ধ্যা এলো কিন্তু তুমি এলে না
রাত্রির কত যাত্রীরা নিয়ে আসে ঘরে ঘরে সুখের মন্ত্রণা।

সব পাখি ঘরে ফিরে, সব নন্দিনীরা বন্দী ঘরে ঘরে
চা খেতে খেতে ওরা তবু জীবনের জোয়ার সৃষ্টি করে!
আমি ঘরে বসে বসে ভালবাসা ভিক্ষা করি ইন্সটাগ্রামে
আমার গল্পটা এখন আর চলে না লাল-সাদা খামে!

বহু দিন আগে আমি চিঠি লিখতাম তারাদের কাছে
তখন পড়ার মতো কেউ ছিলো না এখন অনেক আছে।
তবুও অবিশ্বাস আর বিষন্নতা মিলেমিশে হয়েছে একাকার
ওই রঙধনুতে প্রেমের নীল কাব্য কি জাগবে আবার?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ।

০১ লা আগস্ট, ২০২২ রাত ৮:২৬

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২| ০১ লা আগস্ট, ২০২২ রাত ৯:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার হয়েছে

০১ লা আগস্ট, ২০২২ রাত ১১:৫৮

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.