নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

স্যারের কলম

০২ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০৮

আমি আপেলটা হাতে নিতেই রক্তে ভিজে গেলাম
বুলেটটা আপেলটাকে ছিদ্র করে তাঁর বুকে ঢুকল
কি নিদারুণ পাপ হলো স্যার, তা শুধু ঈশ্বর জানেন
আপনি মাটিতে লুটিয়ে পড়তেই আপনাকে আবিষ্কার
করলাম সাফল্যের কোলে; আমাকে আশা না ছাড়তে
বলেই আমার দৃষ্টি থেকে বিদায় নিয়ে নিলেন তিনি!
আমি নিবিড় চোখে স্যারের নিথর শরীরটা দেখলাম।
সেই শেষ কথা হয়েছিল আমার স্যারের সাথে,
আমি আজও বেঁচে আছি বুকে একটা ক্ষত নিয়ে।
কোন আনুষ্ঠানিকতা আজ আর আমার মধ্যে নেই
সবাই ঘুমিয়ে পড়ছে বড়জোড় রাত ২ টার মধ্যেই
আমার ঘুম নেই। আমি নিজেকে খুঁজে বাড়াচ্ছি
কিন্তু এমন কোন স্থান নেই যেখানে আমি আছি!

কালঘুমে গেছে আজ রাষ্ট্র-সমাজ-পরিবার-ব্যক্তি
শুধু নিজেকে আড়াল করার চেষ্টায় লিপ্ত সবাই
পাখিরা আজ আর আকাশে না ওড়ে গৃহপালিত
বন্য প্রাণিরা ভুলেছে তাদের আপন আপন ঠিকানা।
আর উদ্ভ্রান্তের দল আজ পরস্পর শুধু করমর্দন করে
মাটির উপরে নেই কোন জীবিত মাছের ঝাঁক আজ;
সবাই দিগন্তের আসাড়তায় ভুলেছে আপন কাজ।
সবই ছড়িয়ে ছিটিয়ে আছে, শুধু বাকি একটি কলম-
আমি স্যারের দেয়া পার্কার কলমটি হাতে নিলাম,
আমি আজ লিখব আনাবিল ছন্দের গভীরতা বিষয়ে;
স্যারের সেই পদাঙ্ক অনুসরণ করে আমি লিখে যাব।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২২ রাত ৯:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুব ভালো হয়েছে কবিতা।
আপনাকে ধন্যবাদ।

০২ রা আগস্ট, ২০২২ রাত ৯:৫৯

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।

২| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১০:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে।

০২ রা আগস্ট, ২০২২ রাত ১০:৩২

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.