নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
সত্যটা হলো, অজানা একটা কারণে মানুষটা
গ্রহণ করে না তোমার উপস্থিতিটা; আর না
বুঝেই তোমার বুকের ভিতরের মাংসটা কেটে
তাকে দেয়ার পণ করো তুমি; এবং নিজের
সর্বশক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করো যে-
কেন তোমাকে গ্রহণ করা উচিৎ; তুমি দেখেছ
তিনি তোমাকে কোনমতেই স্বীকৃতি দেয় নি।
কারণ, এ কথা চিরন্তন যে- তোমার মৃত্যু
তাকে উৎসাহিত করবে, তোমাকে খুঁজতে।
তাকে সময় দিও না তোমার মৃত্যুর প্রতীক্ষায়
সময় ক্ষেপনের; বরং একটি বল্লম হাতে নাও
এবং পরিবর্তন করো নিজেকে। নিজের মনটাকে
সৃষ্টিকর্তার নিকট সমর্পণ করো; যেন একাকীত্ব
তোমাকে গ্রাস করে না ফেলে এবং ক্ষমা করো
তাকে, যাকে ক্ষমা করার জন্য প্রত্যাদেশ রয়েছে।
০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:০৯
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: আপনি সত্য বলেছেন।
২| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৯
ইসলামিক_নলেজ বলেছেন: বাহ
০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:১০
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ।
৩| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আধুনিক কবিতা
০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:১০
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: পুরোপুরি না হলেও, চেষ্টা ছিল।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৭
ককচক বলেছেন: যে আমারে চায় না, তার কাছ থেকে দূরে থাকাই উত্তম। বেহায়ার মতো বারবার বারবার ফিরে ফিরে গিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করাটা বোকামি!