নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
তোমার ও আমার কথার রং আলাদা-
কিন্তু এ নিয়ে আমাদের বিভেদ নেই,
দু'জনের কথা মিলেমিশে নতুন রং হয়।
সে রং আমাদের আনন্দ দেয় নতুন প্রেমের।
প্রতিদিন নবীন হই আমরা বিবশ বাহুডোরে,
দ্রাক্ষা রস যেভাবে মিশে যায় পাকস্থলীতে,
সেভাবে আমরাও মিশে যাই পরস্পরের চোখে,
আমাদের গানে জেগে উঠে পথহারা পাখিকুল।
বয়ে যায় ঝড় তারপর বুকে বাজে বিষের বাঁশি-
তুমি বাঁশির ছিদ্রগুলো পরস্পর মিলিয়ে দিও প্রিয়,
যেভাবে তুমি আর আমি মিলে গেছি, ঠিক সেভাবে,
যেন একটি পাহাড় টুপ করে ডুবে গেল সমুদ্র গর্ভে,
যেভাবে প্রতিটি পথ গিয়ে শেষ হয় কোন এক বনে।
ভালবাসা না পেলে পৃথিবীর ব্রীজগুলো পুড়ে যাবে জ্বরে-
এবং ভালবাসাকে আটকানোর মতো কোন দরজা নেই,
কোন কুকুরের ঘেউ ঘেউ শুনে ভালবাসা দৌড় মারে না!
ভালবাসা মানে দুটি হৃদপিণ্ডের সমান তালে দুলে যাওয়া।
১১ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৬
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০২২ সকাল ১০:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।