নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
তন্দ্রা তুমি চলে যাও বহুদূর, অন্ধকার হয়ে মিলিয়ে যাও
আমার সব সুর ফুরিয়েছে, অন্য এক যন্ত্রণার পানে চেয়ে
আমি অন্ধ হয়েছি, আজ আমার সব দরজা বন্ধ করেছি
যে পথ ধরে প্রেমটুকু হারিয়ে যাবে, সে পথে থাক শূন্যতা
আজ আমি নেই, তুমি নেই, সব ধুধু মরুভূমির মত ঘুমন্ত,
আকাশের তারা কিংবা ফুলের দিকে তাকায় না কেউ আর
স্বপ্নেরা আজ লুটিয়ে পড়েছে মলিন ধুলার মতো একাকী
আজ আর মিশরের পিরামিডের দোহাই দেব না আমি
কিংবা হিমালয়, আল্পসের বরফ নিয়ে কাব্য লিখব না
তুমি আজ মুক্ত হও, মুক্তির স্বাদে বিভোর হয়ে থাকো
সব পাখি পথ হারাক, সন্ধ্যা হলে নীড়গুলো সব হোক লীন
সব আবেগের মৃত্যু হোক, ভালবাসা হোক রংহীন প্রতিদিন।
১৩ ই আগস্ট, ২০২২ রাত ৮:২২
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য।
২| ১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২৭
মামুinসামু বলেছেন: সব আবেগের মৃত্যু হোক
আবেগ দিয়ে কি হবে
আবেগহীনরা বেঁচে থাকুক
অন্যেরা শুধু ভালবাসবে
১৩ ই আগস্ট, ২০২২ রাত ৮:২৩
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ভালবাসা ভালবেসে যাক।
৩| ১৩ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।
১৩ ই আগস্ট, ২০২২ রাত ৮:২২
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা।
৪| ১৩ ই আগস্ট, ২০২২ রাত ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৩ ই আগস্ট, ২০২২ রাত ১১:০৪
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য।
৫| ১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৩৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১:২০
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৬
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর তন্দ্রাকুমারী অনেক শুভ কামনা রইল