নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
একটি নদী হারিয়েছে তার পথ
ভুল করে নয়, ইচ্ছে করেই!
সে চলে গেছে সমুদ্রের পথ ভুলে
কোন এক মরুভূমির কাছে নিরবে
চারপাশটা কেমন অচেনা মনে হচ্ছে
এমনতো হবার ছিল না কোন মতে
এ নদী কি তবে তার জল হারবে!
আমাদের মুঠো ভরে দেবে উষ্ণ বালু
সোহাগ দেবে না কোন চরাচরে আর।
এখন সে কি ফিরে আসতে চাইছে?
হয়তো তার বুকেও আছে আর্তনাদ।
কোন এক দিনের ভাল লাগার কথা-
তার মনে পড়ছে; ভাল লাগছে কি তার
নতুন পথের দিকে তপ্ত আহ্বানগুলো?
সে ফিরে আসবে একদিন এইখানে
যখন কোন নদী আর থাকবে না
মরুভূমির বুক চিরে সে বেরিয়ে আসবে
উত্তর দেবে তার পথ হারানো পথের কাছে,
সেসব প্রশ্নের কোন উত্তর আজ থেকেও নেই!
১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:৩৬
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ। মিল অমিল বুঝি না। কবে বুঝবো জানি না।
২| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:৩২
শায়মা বলেছেন: নদী ফেরে না। শুধু বয়েই যায়.......
১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:৩৭
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: একদিন যদি....
৩| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:৩৯
শায়মা বলেছেন: ফিরে আসে!!! তাইতো!!!
হুম আশায় আশায় দিন কেটে যায়.....
১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:৪৯
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: আশা তার একমাত্র ভেলা
৪| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ১০:০০
পোড়া বেগুন বলেছেন:
কুমার ভাই,
কবিতা সুন্দর হয়েছে।
১৯ শে আগস্ট, ২০২২ রাত ১০:০৭
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক শুভ কামনা এবং দোয়া।
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
কবিতাটি চমৎকার হয়েছে।
কোনো মিলের গন্ধ আছে কি!!