নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
আমার উঠান ফুলে-ফলে ভরে উঠার আগেই
ডুবে যাচ্ছে অগণিত নীল জোনাকির ঝাঁক
এ আমার অন্তিম যাত্রা, নীল গ্রহের পথে
আমাকে স্বাগত জানাচ্ছে নীল ভোর
অবুঝ বুকটা ভরে যাচ্ছে স্পন্দনে
এ কোন বন্ধন করছে আহ্বান
আমি তা জানি না এখনো
সবকিছু ভেংগে পড়ছে
সব শেষ হয়ে যাচ্ছে
তবু আমি নিশ্চুপ
পৃথিবীর রূপ
সব শূন্য
বন্য
তবু আজ
এখানে আলো
আলোর কারাগারে
আমি বসে আছি একা
কেন আমি আশাহীনতায়
সন্দেহে ডাকে শেষ রাত তবু
শীতল বৃষ্টি আর পদাতিক ছলনা
আমার দিকে ধীরে এগিয়ে আসছে
আমি এগিয়ে যাই পদ্যের মত মাতাল
চোখে তোমায় নজর করি বুকের কোণে
বুক ভরা হিমায়িত শোকগুলো ঠিকরে পড়ে
আমার উঠান ভরে যায় নীল জোছনার দ্বন্দ্বে।
২৯ শে আগস্ট, ২০২২ রাত ১০:০৫
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ২৯ শে আগস্ট, ২০২২ রাত ১০:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ! দারুন কাব্য।
২৯ শে আগস্ট, ২০২২ রাত ১০:৩৪
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৩| ৩০ শে আগস্ট, ২০২২ সকাল ৮:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে। ভালো থাকুন
৩০ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪০
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা।
৪| ৩০ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: অসাধারণ সুন্দর কবিতা।
৩০ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:২০
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:৫৫
জটিল ভাই বলেছেন:
তীরটা সুচারু হয়েছে। সূক্ষভাবে আঘাত এনেছে।