নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
এমন একটা আকাশ কোথায়
যার নীচে কোন রোগ নাই,
এমন একটা পাহাড় কোথায়
যার উপর কোন শোক নাই?
মানুষের মাঝে এত ভালবাসা,
মানুষের মাঝে রাতের কুয়াশা,
মানুষ রতন চিনতে পারলেই-
সর্ব রোগে মুক্তি মেলে।
না হয় শুধু ঔষধ দর্শন,
দুই চোখে হয় সর্প দংশন,
তখন চোখ হয় পাথরের চোখ-
চোখের অতলে ঢাকা পড়ে শোক।
চারিদিকে আজ রোগের বিস্তার,
কি করে আজ হবে নিস্তার?
প্রভুর চরণ ধরতে পারলে-
বন্ধ হবেই এসব চিৎকার।
সবাই মিলে চোখ খোলো,
সবাই মিলে মাথা তোলো,
সবাই মিলে প্রার্থনাতে-
আকাশটাকে ভারী করো।
তবেই হবে সিদ্ধিলাভ,
তবেই হবে রোগের মুক্তি-
দিও না আর কোন যুক্তি-
দুই দিনের এই জীবনটাতে।
১৪ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৪৫
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৫
জগতারন বলেছেন:
সুন্দর কবিত।
লাইক !
.।.।
মৌলিক ব্লগার অনল চৌধুরী'কে "সামু" ব্লগে লিখতে সুজোগ করে
দেবার জন্য সংস্লিষ্ট সকলের প্রতি বিনীত প্রার্থনা করছি।