নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

ঔষধ দর্শন

১২ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৩২

এমন একটা আকাশ কোথায়
যার নীচে কোন রোগ নাই,
এমন একটা পাহাড় কোথায়
যার উপর কোন শোক নাই?

মানুষের মাঝে এত ভালবাসা,
মানুষের মাঝে রাতের কুয়াশা,
মানুষ রতন চিনতে পারলেই-
সর্ব রোগে মুক্তি মেলে।

না হয় শুধু ঔষধ দর্শন,
দুই চোখে হয় সর্প দংশন,
তখন চোখ হয় পাথরের চোখ-
চোখের অতলে ঢাকা পড়ে শোক।

চারিদিকে আজ রোগের বিস্তার,
কি করে আজ হবে নিস্তার?
প্রভুর চরণ ধরতে পারলে-
বন্ধ হবেই এসব চিৎকার।

সবাই মিলে চোখ খোলো,
সবাই মিলে মাথা তোলো,
সবাই মিলে প্রার্থনাতে-
আকাশটাকে ভারী করো।

তবেই হবে সিদ্ধিলাভ,
তবেই হবে রোগের মুক্তি-
দিও না আর কোন যুক্তি-
দুই দিনের এই জীবনটাতে।







মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৫

জগতারন বলেছেন:
সুন্দর কবিত।
লাইক !

.।.।

মৌলিক ব্লগার অনল চৌধুরী'কে "সামু" ব্লগে লিখতে সুজোগ করে
দেবার জন্য সংস্লিষ্ট সকলের প্রতি বিনীত প্রার্থনা করছি।

১৪ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৪৫

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.