নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
জীবনে যা পেয়েছি তা অনেক
যা পাই নি তা নিতান্তই অল্প
এই হলো জীবনের ছোট্ট গল্প।
যে গল্পে আমি-তুমি-সে আছে
যে গল্পে স্বপ্ন-প্রেম-প্রাপ্তি আছে
সে গল্পে ভয়-ক্ষয়-মুক্তি আছে।
আমি সুখী আমার জীবন নিয়ে
আমি সুখী এই বন্ধনগুলো নিয়ে
আমি সুখী এই স্পন্দনগুলো নিয়ে।
আমি যেখানে চাই সেখানেই যাই
যা প্রয়োজন শুধু সেটুকুই নেই
আমার যা পাওয়ার তাই পাই।
আমি আমার মহান প্রভুর ভক্ত
হৃদয়টা নারকেলের মত শক্ত
বুকে ভেতর রয়েছে প্রেমের রক্ত।
আমি ভাল আছি, তুমিও ভাল থেকো
আমার সুখগুলো তুমি নিয়ে যেয়ো
তোমার দুঃখগুলো আমায় দিও।
সবাই সুখী হোক এই ধরণীর বুকে
সবাই সুখী হোক কল্যাণ-শান্তি-সুখে
অবচেতন-অবশ-শোক দিক রুখে।
পৃথিবীটা বসবাসের উপযুক্ত হোক
এক তাবুর তলে সবাই সমবেত হোক
সব প্রেম সফল হোক মুক্তির আনন্দে।
চলে এসো এই সুশীতল চোখের ছায়ায়
চলে এসো মত্ততায়,নিরব সুখের কান্নায়
ফিরে এসো আবহমান ভালবাসার মায়ায়।
১৪ ই নভেম্বর, ২০২২ রাত ১০:০৯
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ।
২| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:২৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা লিখেছেন।
প্রার্থনায় কোনো কাজ হয় না।
২৪ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:০১
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ।
৩| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:০৫
নিচু তলাৱ উকিল বলেছেন: সুন্দর
২৪ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:০১
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০২২ রাত ৯:২৬
জগতারন বলেছেন:
কবিতা ভালো পাইলাম ।
সুন্দর কবি মনের প্রতি আমার সালাম ।
কবি, আপনি ভালো থাকুন, প্রার্থনা করি।