নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
আকাশটাকে মনে হয় ছড়ানো উঠান
তারাগুলোকে মনে হয় ছড়ানো ধান
আর আলোর পরতে পরতে তুমিহীনতা।
দমকা বাতাসের মত এই প্রার্থনা-
তুমি যেখানেই থাকো, শান্তিতে থাকো
খেয়ালী ঈশ্বর তোমাকে পূর্ণ করুক।
আমি সমর্পিত ছিলাম, আছি, থাকবো
ঘুম চোখে তোমার নাম শুধু ডাকবো
শূন্যতার ক্যানভাসে তোমার ছবি আঁকেবো।
যখন ভাবি, তুমি নেই, চিৎকার করি;
যখন দেখি, তুমি অন্য কারো ঘর-
তখন আমি হয়ে যাই তোমার দেয়াল।
আমি একদিন হয়েছি ঝড়ের রেশ
উড়িয়ে দিয়েছি তোমার মাথার চুল
তুমি আমায় চেননি, তাতে হয়নি ভুল!
আমি একদিন হয়েছি তোমার জ্বর
উত্তাপে আবিষ্ট হয়েছে তোমার কপাল
আমি তোমায় ছুঁয়ে, অবশেষে ক্ষয়ে গেছি।
আমি আজ হয়েছি তোমার নাক ফুল
তোমার নিঃশ্বাসে আমি উষ্ণতায় ডুবে যাচ্ছি
এভাবে আমি আছি তোমার কাছে-
তোমার প্রাণে আমার প্রাণ রাখা আছে।
১৩ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৯
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ঠিক করা হয়েছে।
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: কবিতার প্রথম থেকে ৯ নম্বর লাইনটায় একটা ভুল আছে। ঠিক করে নিবেন।