| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতন্দ্র সাখাওয়াত
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
আমার চোখ আজ বিবর্ণ কবিতার মত নিঃস্ব
যেন আর্তনাদ আর আহাজারির দীর্ঘ মিছিল
অন্ধকারের তীব্রতায় আমি ডুবে যাচ্ছি এখানে
কোনো আগন্তুক এখানে আসবে না কোন দিন
কোন শব্দ এখানে আসবে না কোন কালে
কোন আকাশ এখানে ছড়াবে না ঊর্ণাজাল
কোন গভীর শোক এখানে প্রবেশ করবে না
কোন গান বাজবে না বিমূর্ত আহ্বান নিয়ে
আমি স্তব্ধতায় সীমাহীনতার সঙ্গে বেঁধেছি ঘর
কোন বন্ধন আমার না থাকুক এই মিনতি করি।
আমি মুক্তির ইন্ধনে এখানে এসেছি, থাকব
এখানেই আমি অনন্তের সম্ভার খুঁজে পেয়েছি
এখানেই আমি অন্তিম নির্জনতার স্বাদ পেয়েছি
হে মহাপৃথিবী, বিদায় তোমার আলো থেকে
এই অন্ধকারেই আমি খুব খুব ভালো আছি।
১৩ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪২
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: তবে সবার ভাল লাগে না!
২|
১৩ ই এপ্রিল, ২০২৩ ভোর ৫:১৩
জগতারন বলেছেন:
পড়লাম,
কবিতা ভালো লাগলো।
কবি ভালো থাকুক প্রার্থনা করি।
১৩ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৩|
১৩ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা লিখেছেন?
১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:০১
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: চেষ্টা করেছি ভাল একটি কবিতা লেখার।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৪১
সাহাদাত উদরাজী বলেছেন: অন্ধকার, নির্জনতা অনেকের ভাল লাগে।