নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

হ্যালো প্রিয়তমা

১৩ ই আগস্ট, ২০২৩ রাত ৩:২৮



ভ্রমরকালো তোমার চোখে
মহাবিশ্বের বিবেকের তান খেলা করে!
আমি ঐ চোখের কাছে পরাজিত
হই যেন ইচ্ছায় কিংবা অনিচ্ছায়!
তোমার ওই চোখের মায়ায়
এ হৃদয় যেনো বারবার শুকায়
সর্বদাই শুকিয়ে রয়!

তোমার ইলমের দ্ব্যর্থ চিৎকারে
তোমার কোমল বুক পাঁজরের ধিক্কারে
আমার ইচ্ছেরা কি ভীষণ অসহায়!
মানবাত্মার সমুদ্র আবাহনে আমি
আজ দেখ কি অদ্ভুত নিরুপায়!

আজও আমার চোখ অবিকল
বিস্ময়ে তাকিয়ে দেখে তোমার দেহের
শাখা-প্রশাখায় কেমন বিদ্যুৎ খেলা করে!
আমার চোখ তড়িতাহিতের মতো
কুল মানের ভয়ে জড়োসড়ো না হয়ে
বিবেকের পেন্সিলে এঁকে ফেলে
তোমার নগ্ন দেহের শিল্পোত্তীর্ণ স্কেচ-
যার প্রবেশমুখে আজও অন্তহীন ক্ষুধা!

কখনো কি ভেবে দেখেছ
যে সীমাহীন স্বাধীনতা আমায় তুমি দিয়েছ
যে কাব্য আমি প্রতিটি মুহূর্তে লিখে চলেছি
আমার বুকের খাতায়,
তার বদলে তুমি পেতে চেয়েছ শোক!
অথচ আমি শুধু তোমারই লোক,
কখনো কি মনে পড়ে না এই ভয়ানক চোখ
কেমন অশ্রুর মতো গলে গেছে তোমায় দেখে।
লক্ষ লক্ষ পূর্ণিমায় আমি কি ভাসাইনি
আমার প্রেমের সাম্পান?

এখন তবে বলো, তোমার পিপাসা মেটায়
এমন কোন কাব্য আছে এই মহাবিশ্বে?
তোমার দুই-দুই চার পিরামিডের খাঁজে খাঁজে
আজও আজও আমার হৃদয়ের প্রস্রবণ
বৃষ্টি হয়ে ছুঁয়ে যায় প্রতিটি বর্ষায়
অনিঃশেষ মরুভূমির মতো
এই প্রেম তবু কেমন কাতর দেখো!
আমার দেহ ও মন শঙ্খের মত বাজে
সেই শব্দে পৃথিবীটা বারবার কেঁপে ওঠে!

তোমাকে ছাড়া প্যারাসিটামলে
সারে না জ্বর, আসে না বোধ।
তোমাকে ছাড়া শক্তিহীন আমি
দিবারাত্রির অকাতর রোদন।
তোমার চুলের ঘ্রাণ নিতে যখন ইচ্ছে হয়
তখন কেন যে ভয়ে ডুবে যাই তোমার
খেয়ালী সমুদ্রের মাঝে সুতোর মতো?
শোনাও তবে যত অভিমান আছে মনে
শোনাও কত নিযুত কোটি ক্ষোভ জমা হলো!

আমিতো আকাশ হতে পারিনি, ছুঁতে পারি নি
ঐ ভূকেন্দ্র; আমিতো এক হরিণীর মৃগনাভে
হারিয়ে গিয়েছি ধোঁয়া ঢাকা অনন্ত পথে
হারিয়ে গেছি কাল্পনিক এক পাখির ডানায়
আমিতো হারিয়ে গেছি এক মধুতন্দ্রায়!

তুমি কি ঘুচাবে না এই আড়াল?
কোথায় শেষ হবে তোমার মানবিক দ্রোহ;
তোমার দিকে আলোর বেগে ছোটা আমার ভ্রমণ?
তোমার থেকে আমি কতটা দূরে চলে এসেছি?
আজ কেনো ডাকছো না এই নির্জন বনে একা
একটি মানুষের বড্ড একা একটি স্বপ্নকে?
স্বপ্নহারা এই পথিকে তৃষ্ণার্ত ঠোঁটে তবে কি
দেবে না এঁকে তোমার চুম্বনের সিল মোহর!

তুমি কি তবে শুধুই এক খণ্ড মেঘ
শুধুই আমার ক্লেদাক্ত খেদ!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২৩ ভোর ৪:৩৩

কাছের-মানুষ বলেছেন: দারুন লিখেছেন। ছবি নির্বাচনও সুন্দর।

০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২| ১৩ ই আগস্ট, ২০২৩ ভোর ৫:৪০

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: বেশ ভালো লিখেছেন।

০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩| ১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.