নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

অঙ্গীকার

০৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৭

একবার আলোর দিকে তাকাই
আবার চারিদিকে অন্ধকার নামে
তুমি আমার আলোর কারাগার।

যখন পুড়ে যাই তোমার আলোয়
তখন জেনো ধন্য আমার বুক
যদিও খেলা শেষে হায় কে কার!

তবুও আমি ঝাঁপিয়ে পড়ব একা
এইতো আমার যুগ জনমের সুখ
কিন্তু তোমার খোলে না মনের দ্বার!

মনের ভেতর মন জাগে নি বলে
আমি বাজি বাঁশির করুণ সুরে
স্বর্গ-নরক হয়ে যায় একাকার!

তোমার হৃদয়ে বৃষ্টি নামে নি বুঝি
তবু ভুল করে শুনি মেঘের তীব্র ডাক
কোন পথে হবে জীবন নদী পার?

জানি তুমি ভালবাস না ঘাস ফুল
আলোর মাঝে অন্ধকারকেই রাখো
তবুও আমি তোমার পানে ছুটব বারবার!

তোমার কাছে এ আমার সুদৃঢ় অঙ্গীকার!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

সোনাগাজী বলেছেন:



গাজার নারীদের নিয়ে ১টি কবিতা লেখেন।

০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: আমি চেষ্টা করব।

২| ০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছৈ

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৫

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩| ০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫৩

বাকপ্রবাস বলেছেন: তন্ত্রকুমারী নাম ধারণের কারন কী?

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৭

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন।

৪| ০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৫

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৫| ০৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৬

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.