নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
তুমি আমার চোখের তারায়
নতুন দেখা ভোর
তুমি আমার বুক পকেটে
জড়িয়ে থাকা হেমন্তের আদর।
তুমি আমার হস্তরেখায়
সোনা রঙে রাঙা পদ্ম
তোমায় দেখলে ফিরে পাই আমি
আকাশ ছোঁয়ার সাধ্য।
তুমি আমার বুকের ভেতর
হাস্নাহেনার ঘ্রাণ
তুমি হাসলে খুঁজে পাই আমি
এই মন জুড়ে আলোকিত এক প্রাণ।
তোমার জন্য এনেছি স্বপ্ন
প্রেমের শীতল হাওয়া
আমি চলে গেলে জানবে তুমি
তোমার ভেতরে আমার আসা যাওয়া।
২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৪১
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: মনের ভেতর থেকে ধন্যবাদ জানালাম। ভাল থাকুন আজীবন।
২| ২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: কবিতার পাশাপশি অন্য কিছু লিখুন।
গল্প, উপন্যাস, ফিচার।
২৭ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: চেষ্টা করবো। আসলে কবিতা যেভাবে টানে অন্য কিছু তেমন টানে না। তবে এখন থেকে ব্যাপারগুলো নিয়ে কাজ করব। যেহেতু সুযোগ আছে।
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:০২
কার্জন বাবু বলেছেন: বেশ। পড়ে ভাল লাগা বোধে আবদ্ধ হলাম। শুভেচ্ছা নিরন্তর।