নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

জাতিস্মর

০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১:০০



আগে আকাশের দিকে তাকালে
আকাশের ঘ্রাণ পেতাম
আজকাল আর আকাশ দেখা হয় না
প্রতিদিন এত কিছু দেখতে হয়!
আকাশ দেখার সময় নেই।

আগে নদীর দিকে তাকালে
তোমার কান্নার আওয়াজ পেতাম
আজকাল আর নদী দেখা হয় না
প্রতিদিন এত কিছু দেখতে হয়!
নদী দেখার সময় নেই।

আগে পাখির দিকে তাকালে
তোমার স্পর্শ অনুভব করতাম
আজকাল আর পাখি দেখা হয় না
প্রতিদিন এত কিছু দেখতে হয়!
পাখি দেখার সময় নেই।

আগে তুমি আমার বুকে
বিষ মাখা তীর ছুড়ে দিতে
আজ আর তীর ছোড়ে না কেউ
প্রতিদিন তোমাকে এত কিছু করতে হয়!
তীর ছোড়ার সময় নেই।

আগে আমাদের হৃদয়ে
ভালবাসা, অভিমান আর বিরহ ছিল
আজ আর আমাদের মন নেই
যেটা আছে সেটা শুধুই দেহ!
সেখানে কোন ভাঙ্গা-গড়া নেই।








মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ২:০৬

সামরিন হক বলেছেন: সুন্দর।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪৫

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ।

২| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো লাগলো কবিতা। বানানটা সম্ভবত জাতিস্মর হবে।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪৬

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ। বানান ঠিক করা হয়েছে।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০২

নীল বর্ণ বলেছেন: প্রেম ছিল আছে,
ভালবাসার বেড়াজাল,
এতকিছু দেখি সময় গেছে ফুরায়!

০৯ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৫

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: সময় গেলে সাধন হবে না।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০৪

বাকপ্রবাস বলেছেন: অ প্রেম তুসি কোথায়?

০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৮

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: প্রেমের নতুন সঙ্গা লেখা সময়ের দাবী। আগের প্রেমের সঙ্গা বাস্তবসম্মত নয়।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৮

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৫

স্প্যানকড বলেছেন: এখন কিছুই নেই হারিয়ে গেছে অজানা অসুখে। ভালো হয়েছে। ভালো থাকবেন :)

০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৯

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: হুম। এত না থাকা ভাল লাগে না।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৪

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা

০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৯

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৮

বিজন রয় বলেছেন: সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলায়, এটাই চিরন্তন।
এই মাঝেই আমাদের সুখ তৈরী করে আনন্দ পেতে হবে।

জীবনের অনেকগুলো দিক এই কবিতায় খুঁজে পেলাম।

শুভকামনা।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: সময় খুব নিষ্ঠুর। তীব্র নিন্দা জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.