নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
আমার ভালো লাগুক, নাইবা লাগুক
ঐ অনাচারী ডাহুক, তবুও ডাকুক
ছদ্মবেশেই এসে, আমায় দেখুক
দরজার কাছে বসে, বিবাদ করুক
একদিন পাশে এসে, একাকী বসুক
মনের গোপন কথা, কেঁদেই বলুক
আমার মনের কোণে, অশ্রু জমুক
জলের বুকে হঠাৎ, আগুন লাগুক।
একদিন তবে সেই, অন্য কিছু হোক
আমায় দেখে হাসুক, বাজখাঁই লোক
লজ্জায় লাল হোক, ডাহুকের চোখ
আমার চোখেও হোক, অদ্ভুত রোগ
আমার জন্যও তার, চোখে থাক শোক
আমিতো ঐ ডাহুকের, নাকের নোলক।
১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ
২| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৮
বাকপ্রবাস বলেছেন: সুন্দর
১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩
প্রামানিক বলেছেন: দারুণ কবিতা
১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৫
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬
সামরিন হক বলেছেন: পাঠে মুগ্ধ হলাম।
১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৫
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা
৫| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর।+
১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৬
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ
৬| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৯
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: সুন্দর কবিতা। প্রিয় মানুষের কাছে প্রত্যাশার বহিঃপ্রকাশ। কিন্তু সনেটের অষ্টকের ভাবের প্রবর্তনা ষটকেও একই রয়ে গেছে। ভাবের পরিণতি অস্পষ্ট। পরিষ্কার নয়।ধন্যবাদ।
১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৭
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ঠিক বলেছেন। ভাবের পুরো ব্যাপারটার পরিণতি হয়েছে ❝আমি তার নাকের নোলক❞ এই বিষয়টিকে ঘিরে। সেখানে রূপকের আশ্রয় না নিয়ে বাস্তবে আসা উচিৎ ছিল। কিন্তু সেখানে একটি ভিন্ন কিছু হবার কথা আছে। মানে দেখা হবার কথা, কিন্তু কবিতার নাম যেহেতু গুপ্ত প্রেম, সেহেতু গুপ্তেই থাকা শ্রেয় মনে হয়েছে কিন্তু সমাজের বাস্তবতা ফুটে উঠলে ষটক পূর্ণতা পেতো। ভবিষ্যতে বিষয়টি মাথায় থাকবে।
অনেক ধন্যবাদ।
৭| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১:০৩
ডঃ এম এ আলী বলেছেন:
আমরা জানি অক্ষর মাত্রা ও অন্তমিল প্রধান সনেট লেখার কাজটি বেশ দুরুহ ও আয়াসসাধ্য কর্ম । কবিকল্পনা
এখানে নির্দিষ্ট নিয়মের অনুশাসনে সংযত । গীতি কবিতার অন্যান্য রূপের মতো কবি হৃদয়ের বাঁধা-বন্ধনহীন
স্বতঃস্ফূর্তির সুযোগ সনেটে অনেক কম। কবিতার প্রয়োজনে শব্দ ব্যবহার করতে হয় , শব্দ দিয়ে যেন কবিতা
না গড়ে ওঠে, চাপিয়ে দেয়া কোন শব্দ প্রয়োগও চলবেনা অথচ সনেটির পাঠ যেন অবশ্যই শ্রুতি মধুর হয় ।
এতসব বিষয় বিবেচনায় রেখে সনেট লেখা যতনা দুরুহ তার চেয়ে সনেট কবিতাটিকে যথাযথ ভাবে মুল্যায়ন
করে মন্তব্য লেখা আমার মত একজন সাধারণ পাঠকের পক্ষে আরো বেশী দুরুহ ও কঠীন কাজ ।
যাহোক, একজন সাধারণ পাঠক হিসাবে এই সনেটির অষ্টক পর্বে এর শিরোনামের সাথে সামঞ্জস্যতা বজায়
রেখে গুপ্ত প্রেমের দ্বন্ধ ও বিপন্নতার কথা উল্লেখ পুর্বক কবিতার মুল ভাববস্তুর যতার্থ আভাস দেয়া হয়েছে মর্মে
দেখতে পাই। সনেটটির ষটক পর্বে এর অষ্টকে অবতারিত মুল ভাববস্তু তথা গুপ্ত প্রেমের উত্তর বা সমাপ্তি সুচিত
হয়েছে মর্মেও দেখা যায়। সেখানে উসংহারে অষ্টকের পরিপুরক আবেগ তথা মুল ভাববস্তু বা বিবরণের পুরো
ব্যাপারটার পরিণতি হিসাবে বলা হয়েছে ❝আমি তার নাকের নোলক❞। এখানে এসে সনেটটির একটি
সফল পরিনতি হয়েছে বলেই আমার কাছে অনুভুত হয়েছে।
আমাদের জন্য সুন্দর একটি সফল সনেট পরিবেশনার জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
১৪ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৭
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা।
৮| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫১
মনিরুল ইসলাম বাবু বলেছেন: কী মায়াময় ! +++
১৪ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৩
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ! ☺️
৯| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪২
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ।
১০| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন দারুন
খুবই সুন্দর
১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২১
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ।
১১| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪
রাজীব নুর বলেছেন: আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০১
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ। আবার আসবেন।
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+