নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
কালো চাদরে মুখ ঢেকে তুমি
চেয়ে থাকো কিসের আশায়?
হৃদপিন্ডের মত লাল শাড়িতে
খোঁজ মৃত্যু, অসীম পিপাসায়?
নিম পাখিরাও ডাকে ত্রাসে
চারিদিকে বিচ্ছেদ রোগ।
তুমিও আছো, আমিও আছি
কিন্তু আমাদের নেই যোগাযোগ।
অলস দুপুর কাটে, বিবর্ণ বিকেল
বুকের ভেতর বাজে না নূপুরের তান।
আমি ভাল নেই এই তন্দ্রাহীন রাতে
যেহেতু তুমি ভুলেছ আমার সব গান।
জীবন যেন আজ চোখ ঝলসানো রোদ্দুর
তুমি আজ কত দূর? কত দূর?
©somewhere in net ltd.