নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

✨শব্দহীনতার আর্তি✨

২৬ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:১১

আমি শব্দের কারাগারে বন্দি
চারিদিকে এত মিষ্টি, কোমল, স্নিগ্ধ শব্দ—
যেন সুরেলা এক প্রতারণা।
প্রতারিত হই আমি, বারবার...

শব্দের ঊর্ধ্বে যে শব্দ,
মেঘের ওপারে যে মেঘ,
আকাশ ছাপিয়ে যে আকাশ,
কবিতাকে ছাড়িয়ে যে কবিতা,
ছন্দেরও ওপরে যে ছন্দ,
মৃত্যুর ঊর্ধ্বে যে মৃত্যু,
শোককে ছাপিয়ে যে শোক—
সেসবই হোক আমার!

ত্রিমাত্রিক কারাগার থেকে মুক্তি চাই—
এই দেহ, এই সময়, এই সমাজ—
তিন দেয়ালের ঘেরাটোপে আমি হাঁপিয়ে উঠেছি।
আমি মুক্তি চাই।

আমি বাঁচতে চাই শব্দহীন,
একটি মরুভূমিতে—
যেখানে বালুর ওপর পড়ে থাকে
ভাঙা চাঁদের ছায়া,
বা পাহাড়ের গুহায়—
যেখানে কেবল বয়ে চলে
নিঃশব্দ সময়ের ধ্বনি।

তবু জানি,
সেখানেও শব্দ হানা দেবে—
নরম মেঘের শব্দ,
শিশিরে ভেজা বাতাসের নিঃশ্বাস।

তাই আমি সবাইকে ঘুম পাড়িয়ে
আলোর চাদরে মুড়ে দিতে চাই সমস্ত চেতনা,
তারপর চুপিচুপি পালাতে চাই—
নিরবে, নিভৃতে।
যেখানে শব্দ আর আমিও নেই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৩১

MAANHAC বলেছেন: বেশ সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.