![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
আজ আমি হায় হারিয়ে যাব বনে,
থাকবো না কারো কোন জটিল মনে।
মনের ভেতর থাকা অনেক জ্বালা,
জটিল নিয়মে জীবন ঝালাপালা।
বনের ঝোপে যদিও সাপের খেলা,
সেখানে তো নেই কারো অবহেলা।
যদিও বনের গায়ে ঘন নিকষ আঁধার,
জীবনতো হয় না জ্বলে পুড়ে ছারখার।
নিজের সাথেই প্রতিনিয়ত যুদ্ধ,
প্রকৃতি–প্রেমের মাঝেই অবরুদ্ধ।
এখানে মনের সব জ্বালা হোক শুদ্ধ।
চেয়ে দেখি বন্যপ্রাণী এদিক–ওদিক চায়,
শান্তিপ্রিয় বৃক্ষরাজি নীরবে ঘুমিয়ে যায়।
শুকনো পাতার মর্মর শব্দ শোনা যায়,
ঠান্ডা বাতাস লাগে আমার গায়।
নিমপাখিরা উড়ে যায় গাছে গাছে,
গাছের পাখি ডাকে, দূরের পাখি আসে
এসব দেখেই কাটছে সময় বেশ।
এখানে আমার একাই ঘুরাঘুরি,
এখানে নেই সামাজিক বাড়াবাড়ি।
“দেখলে ছবি পাগল হবি”—গান গায় না কেউ,
এখানে নেই রূপ–সাগরের ঢেউ।
আমার তবুও চাই আগুন–জ্বালা আলো
কোথায় পাবো নরম আগুনের লাল শিখা?
অন্ধকার-একাকীত্ব-অনিশ্চয়তা করতে হবে জয়,
মনের মধ্যে থাকুক মৃদু সাপে কাটার ভয়
ভয়ংকরের সাথেই আমার যুদ্ধ চলতে থাক,
আরণ্যকের মতোই আমার সময় কেটে যাক।
#আরণ্যক
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:০০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।