![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
তোমার আমার দ্বন্দ্বের খবর ছড়িয়ে পড়েছে
সন্ধ্যার আকাশে।
কেন আমার আফ্রিকান হাড়ের ভেতর
তোমার আমেরিকান রক্ত স্রোত?
তবুওতো আমি একাকিত্বে ভুগি-
আমার অস্তিত্ব নিয়ে।
একটি গোপন লজ্জা আমাকে পেয়ে বসে
যখন শুনি ভোরের কোকিলের গান।
তোমার আমার পরিচয় তো ছিল মানবিক সংলাপে,
কিন্তু যেহেতু আমাদের গল্পটা
কখনো কোন শুভ পরিণতি চায়নি।
তাই বিশ্ব বলেছে—
তোমার আমার অসামাজিক বন্ধনে
লুকিয়ে আছে ভ্রম।
কিন্তু যাকে তারা বলেছে অতি মানবীয়,
তুমি তাকেই করেছো বারবার রক্তাক্ত!
তোমার নরম চোখের ঢাকনা খুলে
দেখনি আমার লাল টুপি?
আমি তোমার মানবিক দ্বীপ,
যার পায়ের নিচে মজবুত মাটি।
আর তুমিই আমার একমাত্র পথ,
যার কথা আমার দাদা বলতেন।
তুমি আমার সাধারণ জীবনযাপনের বাইরে
সেই রহস্যাবৃত পথ।
ঐতিহাসিকভাবেই, ভীষণ বিপর্যয় নেমে আসে
তোমার আমার সম্পর্কের মাঝে।
শুধু টিকে থাকে একটি পথ—
যে পথ পেরুতে পারলেই, আমি পুরুষ।
#মানবিক_সংলাপ
২| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ১০:১৬
সামরিন হক বলেছেন: কবিতা পাঠ করে গেলাম।
শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:০১
বিজন রয় বলেছেন: সুন্দর কবিতা। একটি আন্তর্জাতিক কবিতা।
পোস্টে ছবি দিলে ভালো লাগে।