নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

আমাদের মিলন

২৫ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩১

তোমার আমার দ্বন্দ্বের খবর ছড়িয়ে পড়েছে
সন্ধ্যার আকাশে।
কেন আমার আফ্রিকান হাড়ের ভেতর
তোমার আমেরিকান রক্ত স্রোত?

তবুওতো আমি একাকিত্বে ভুগি-
আমার অস্তিত্ব নিয়ে।
একটি গোপন লজ্জা আমাকে পেয়ে বসে
যখন শুনি ভোরের কোকিলের গান।

তোমার আমার পরিচয় তো ছিল মানবিক সংলাপে,
কিন্তু যেহেতু আমাদের গল্পটা
কখনো কোন শুভ পরিণতি চায়নি।
তাই বিশ্ব বলেছে—
তোমার আমার অসামাজিক বন্ধনে
লুকিয়ে আছে ভ্রম।
কিন্তু যাকে তারা বলেছে অতি মানবীয়,
তুমি তাকেই করেছো বারবার রক্তাক্ত!

তোমার নরম চোখের ঢাকনা খুলে
দেখনি আমার লাল টুপি?
আমি তোমার মানবিক দ্বীপ,
যার পায়ের নিচে মজবুত মাটি।

আর তুমিই আমার একমাত্র পথ,
যার কথা আমার দাদা বলতেন।
তুমি আমার সাধারণ জীবনযাপনের বাইরে
সেই রহস্যাবৃত পথ।

ঐতিহাসিকভাবেই, ভীষণ বিপর্যয় নেমে আসে
তোমার আমার সম্পর্কের মাঝে।
শুধু টিকে থাকে একটি পথ—
যে পথ পেরুতে পারলেই, আমি পুরুষ।

#মানবিক_সংলাপ

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:০১

বিজন রয় বলেছেন: সুন্দর কবিতা। একটি আন্তর্জাতিক কবিতা।

পোস্টে ছবি দিলে ভালো লাগে।

২৭ শে আগস্ট, ২০২৫ রাত ১:২০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ

২৭ শে আগস্ট, ২০২৫ রাত ১:২১

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ছবি দেয়ার মত সময় থাকে না মাঝে মাঝে। ভবিষ্যতে চেষ্টা করব।

২| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ১০:১৬

সামরিন হক বলেছেন: কবিতা পাঠ করে গেলাম।
শুভেচ্ছা রইলো।

২৭ শে আগস্ট, ২০২৫ রাত ১:২০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ভালো থাকুন।

৩| ২৬ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:০৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৭ শে আগস্ট, ২০২৫ রাত ১:২০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ বড় ভাই

৪| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুন কবিতা হয়েছে।

২৭ শে আগস্ট, ২০২৫ রাত ১:২১

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.