নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

বন্ধিত্ব

০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২১



পাখির ভেতর আটকা পড়েছে খাঁচা,
খাঁচার ভেতর আমি।
আমার ভেতরে শিশুদের হাতছানি।

ফুলের ভেতর আটকা পড়েছে বন,
বনের ভেতর মন।
মনের ভেতর পাখিদের কানাকানি।

মাছের ভেতর আটকা পড়েছে সাগর,
সাগরের মাঝে সূর্য।
সূর্যের মাঝে আমার রণতূর্য।

ছবির ভেতর আটকা পড়েছ ফ্রেম,
ফ্রেমের ভেতর কবিতা,
কবিতার মাঝে প্রেম।

কী করে আমি ডাকব তোমায়?
আমি যে চিরবন্দি,
আমার সঙ্গে হয়নি তোমার সন্ধি।

তারার ভেতর আটকা পড়েছে রাত,
রাতের ভেতর চাঁদ।
চাঁদের ভেতর আমার প্রতি তোমার অবসাদ।

শব্দের মাঝে আটকা পড়েছে গন্ধ,
গন্ধের মাঝে ছন্দ,
ছন্দের মাঝে তোমার-আমার দ্বন্দ্ব।

তোমার চোখে আটকা পড়েছে আগুন,
আগুনের মাঝে কামনা—
সেই কামনায় আমি যে হয়েছি খুন।

শব্দের মাঝে আটকা পড়েছে বাক্য,
বাক্যের মাঝে ভয়।
ভয়েই তুমি দিলে মিথ্যা সাক্ষ্য।

বুকের ভেতর আটকা পড়েছে লজ্জা,
লজ্জার মাঝে হাহাকার।
হাহাকারে ঘেরা আমার মৃত্যুসজ্জা।

মৃত্যুর মাঝে আটকা পড়েছে জীবন,
জীবনের মাঝে নদী।
নদীর মাঝে পালিয়ে যাওয়ার পণ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: ভালো।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২০

বিজন রয় বলেছেন: বন্ধিত্ব হবে না বন্দিত্ব?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: আমি কনফিউজড

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.