নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

বৃত্তবন্দী

০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২২



আমি যেন গলে যাচ্ছি মোমের মতো
নষ্ট ঘড়ি ঘরের কোণায় থমকে আছে
সময় যেন হারিয়ে গেছে, চুপচাপ সব
নদী চুপচাপ, জলে তার বিষন্ন চোখ
রাজপথ মানুষের হৃদয়ের ক্ষয়ে পুড়ছে
শহরের বাতাসে ধোঁয়া উড়ে, পাখি নেই
বনের ভেতর পশুপাখির কান্নার ঘ্রাণ
পুরনো বটগাছ রাস্তায় দাঁড়িয়ে ভাবছে
গ্রামগুলো কেন ধুকে ধুকে শ্বাস নিচ্ছে
মানুষ হাঁটছে, কিন্তু পথ খুঁজছে না।

বাচ্চাদের লেখাপড়া হিমশীতল বরফে ঢাকা
তার ছায়ায় ভেঙে পড়ে মুক্তচিন্তার ছাই
শ্রমিকেরা নীরবে কাজ করে বেকারত্বের শঙ্কায়
ওদের মজুরি অক্সিজেন নিতে ব্যর্থ হয় ভেন্টিলেটরে
চোরদের চোখেও ঘুম নেই, তারাও স্বপ্ন খুঁজছে।

ভাঙা ঘড়ি এখনও থমকে আছে
সময় থেমে গেছে, আশা থেমে গেছে
সবকিছু হারিয়েছে আত্মনিয়ন্ত্রণ, আত্মিক চেতনা।

আমি চাঁদ, আমি উপর থেকে সবকিছুই দেখছি
জাগো বাংলাদেশ, তুমি অন্ধ কূপের ভেতর ঘুমিয়ে আছো!

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৮

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:১৪

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:১৪

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০৫

বিজন রয় বলেছেন: বাংলাদেশ আর জাগবে না।

তবু আশায় আছি।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৭

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: আশায় থাকা ছাড়া আর কি করার আছে?

৪| ০২ রা অক্টোবর, ২০২৫ সকাল ১০:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর কাব্য।

০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৯:০১

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.