নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

গানের জন্য সুরকার চাই

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:১৫

**একটা গান লেখার চেষ্টা করলাম। গানের নাম আগুন-জল। কোন সুরকারের কাছে গানটা গেলে, সুর করে দিয়েন। অনুরোধ রইল।**

আগুন দেখছে তার মুখ, অবাক আয়নায়
একটি মুখের ভিতর, শত শত মুখ দেখা যায়
মুহূর্তেই বদলে যায়, তার চেহারার আকার
যত আয়না দেখে, তত দুশ্চিন্তা হয় তার

আগুন জলের মিলনেতে, হবে কি উষ্ণ জল
নাকি ঠান্ডা আগুনেতেই, জ্বলবে ধরা তল
আগুন-জল, আগুন-জল, কে বলে ভালোবাসা
তাদের ছোঁয়ায় কেঁপে ওঠে, মহাবিশ্বের ভাষা।

নক্ষত্রের অন্তরালে, নক্ষত্ররাজি হাসে
জলের প্রেমে পড়ে আগুন, ভরা ভাদ্র মাসে
আগুনের নেশায় মত্ত যারা, বসে বসে ভাবে
তাদের নেশা কেটে যাবে, আগুনের অভাবে।

আগুন জলের মিলনেতে, হবে কি উষ্ণ জল
নাকি ঠান্ডা আগুনেতেই, জ্বলবে ধরা তল।

হিম শীতল ঠান্ডা জলের, নেশায় মত্ত যারা
তাদেরও নেশা কেটে যাবে, লাগবে না পাহারা
নেশাহীন এই ভবসংসার, হবে নিরানন্দ
এই বিষয়টি মহাবিশ্বের, হলো না পছন্দ।

আগুনের পাখি উড়ে যায় যে, চাঁদের কাছাকাছি
সাগরের জল উপচে পড়ে, ধরতে আগুন পাখি
বরফ গলা জলরাশি, পড়েছে মাটির ফাঁদে
আগুন পাখি চাঁদে বসে, একা একা কাঁদে।

আগুন জলের মিলনেতে, হবে কি উষ্ণ জল
নাকি ঠান্ডা আগুনেতেই, জ্বলবে ধরা তল
আগুন-জল, আগুন-জল, মিলনে নেই ভাব
জলের সাথে মাটির প্রেমে, থাকে না অভাব।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪০

কিরকুট বলেছেন: আমাদের এই ব্লগেই আছেন। তিনি আবার ইউটিউবে হেড়ে গলায় বিভিন্ন নাটক সিনেমার ক্লিপ্স ব্যবহার করে নিজের লেখা গানে সুর দয়ে গান করেন। ভিউ নগন্য। কিন্তু ওটা বিষয় না। তিনি সুর করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.