![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
প্রেম নেই আজ কবিতার খেলো খাতায়
প্রেম নেই আজ ডায়েরির শেষ পাতায়
প্রতিদিন প্রেম চুরি হয়ে যায় কেন?
মাঠে মাঠে আজ প্রেমহীন উৎসব।
প্রেম নেই আজ মেঘেদের ভাঁজে ভাঁজে
প্রেমহীন গানে ছেয়ে গেছে নীলাকাশ
প্রেমের নামে পথে পথে চলে ভান
প্রেমের বাতাসে কাঁপে না বসুন্ধরা।
অভিনয় চলে জীবন নাট্যশালায়
প্রেমের বাড়িতে ঝুলছে সোনার তালা
প্রেমের নদীতে চলছে অসীম ভাটা
সাগরও ভুলেছে প্রেমের ব্যাকরণ।
প্রেম নিয়ে কেন শুধুই কবিতা লেখা
বাস্তব প্রেম কেন আজ নেই বুকে
ফুলের জন্য নেই কারো ভালোবাসা
প্রেমিক প্রেমিকা ফেসবুকে করে ট্রল।
প্রেম কি শুধুই ফেসবুকে হার্ট রিএ্যাক্ট?
প্রেম কি শুধুই বিচ্ছেদ গান শোনা?
প্রেম কি শুধুই গলে পঁচে যাওয়া লাশ?
প্রেম কি শুধুই কবরে গজানো ঘাস?
হৃদয়ের মাঝে কেন আজ শুধু দ্বিধা?
প্রেমের তরী চলছে উল্টো পথে
প্রেম কেন আজ দুর্ভাগ্যের নাম?
প্রেম কি তবে অসামাজিক এক বোধ?
#প্রেমহীনবাতাস #বাংলাকবিতা #ভালোবাসারশূন্যতা #কবিতাপ্রেম #বাংলালাভস্টোরি
©somewhere in net ltd.