নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

কৃষকের কান্না

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২০


ওরা কৃষক, ওরা আমাদের খাদ্যের জন্মদাতা
হৃদয়ে শস্য ক্ষেতের গন্ধ মেখে ওরা কাঁদে
স্বপ্ন দেখে আদিগন্ত সোনালী রোদ্দুরের
কারো বুকে ওদের জন্য একটুও শ্রদ্ধা নেই!
যাদের মহানুভতায় বেঁচে আছি, তারা অপরাধী?
ওদের জন্য ফুলের তোড়ার সংবর্ধনা নেই কেন?
সশস্ত্র বাহিনী ওদের স্যালুট দিচ্ছে না কেন?

অনেক কিছু আমার করার ছিল ওদের জন্য
আমি স্বীকার করছি আমার জীবনের সব ভুল
অভিমানে আমার হৃদয় ছিদ্র হয়ে যায় না কেন?
যাদের জন্য উৎসর্গ করা যায় সম্পূর্ণ জীবন-
তাদের কাছে আমি জনসম্মুখে ক্ষমা চাই।

গুপ্ত ঘাতকরা কেড়ে নিচ্ছে তাদের অধিকার-
আমি গভীর কল্পনায় ডুবে যাই একাকী
কবে পৃথিবীতে সত্যিকারের বসন্ত আসবে?
কবে আমাদের তালাবদ্ধ হৃদয়গুলো আলো পাবে?
কবে ওদের ঘামে ভেজা শরীরে চুম্বন করবে সভ্যতা?

আমাদের হৃদয়ে ওদের জায়গা নেই
শান্তি চুক্তির পাতা চিরকাল ফাঁকা!
হে কৃষক, তোমাদের জন্য একটুও শান্তি নেই এখানে,
আমরা বিভক্তির জাল বুনছি আকাশে বাতাসে
আমাদের আঙ্গুলে জোর নেই,
তোমাদের জন্য সামান্য বরাদ্দ বাড়াতেই আঙ্গুল কাঁপে
তোমরা বরং স্মৃতিচারণ করো তোমাদের বাপ-দাদাদের
যারা শান্ত হয়ে ঘুমিয়ে আছে মাটির গভীরে!

#কৃষক #কান্না #বিবেক #বরাদ্দ #কৃষি #স্বপ্ন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.