নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

অপ্রকাশিত

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৭



https://www.facebook.com/share/16cWZFZCZQ/
যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা আমার এই ফেসবুক পেইজটি ফলো করতে পারেন। পেইজের নাম: অতন্দ্র সাখাওয়াত। ফেসবুকে লিখে সার্চ দিলেও হবে।

আমি আমার তিন ভাগের এক ভাগ প্রকাশ করি,
আর দুই ভাগ রেখে দিই শুধুই নিজের জন্য।
এই যেমন, আমি উড়ন্ত পাথর দেখি প্রতিরাতে,
পাথরের আঘাতে আমি যার খুশি নাম কেটে দিই।
মাঝে মাঝে গাছের সঙ্গে বসে গল্প করি, গান শুনি,
সে গানের সুর আমি যার খুশি তার অন্তরে প্রবেশ করাই।
এই সব অভিজ্ঞতার কথা কাউকে কখনো বলি না।

একবার কি হল, একটা মেয়ে এসে আমার সামনে হাজির।
বাস্তবে তাঁর কোনো অস্তিত্ব নেই এবং তার কোনো নাম নেই,
কিন্তু সে আছে আমার কল্পনায়, আমার বাস্তবতায়।
আমি তার হাসিমুখের একটা পেইন্টিং তৈরি করেছি,
নরম ঘাসের উপর শুয়ে শুয়ে একটা সাদা কাগজের উপরে।
অদৃশ্য হয়ে অনেক ফটো এক্সিবিশনে ঘুরে ঘুরে দেখেছি।
ওই পেইন্টিংটির মতো কোনো পেইন্টিং পৃথিবীতে নেই।
আমি সেই পেইন্টিংটি কাউকে দেখাই না কখনো।

পৃথিবীর প্রত্যেকটি মানুষ একটি অর্ধখোলা দরজা,
যার ভেতরে অনেকগুলো কক্ষ থাকে সব সময় বন্ধ।
শুধুমাত্র একটি কক্ষ সবার জন্য উন্মুক্ত থাকে,
বাকি কক্ষগুলো থাকে গোপনে, নিভৃত অন্তরালে।
সেসব কক্ষে হয়তো তৈরি হয় অত্যন্ত সুস্বাদু কেক,
এবং পালিত হয় মাঝে মাঝে বিশিষ্ট ব্যক্তিদের জন্মদিন।
এবং সেই ঘরে মাটির নিচেও থাকে কিছু কক্ষ,
যেখানে সে নিজেও কখনো ঢোকার প্রবেশাধিকার পায় না।

গভীর সমুদ্রের নিচেও আছে অনেক বিশাল বিশাল বৃক্ষ,
সমুদ্র চিরদিন সেগুলো গোপন করে রাখে অন্তরালে।
সে গাছের ফল খেতে পায় না কেউ, কখনো কোনো দিন।
অন্ধকারকে যারা আপন করে নেয় তারা দেখে,
যখন কোনো দরজা খুলে দেয় সমুদ্র, তাঁরা পায় প্রবেশাধিকার।
বারমুডা ট্রায়াঙ্গেল হচ্ছে তার মধ্যে একটি ত্রিভুজাকার দরজা।
এবং কিছু কিছু জঙ্গলের ভেতর আছে লাল গালিচা বিছানো,
সেখানেও কিছু কিছু মানুষ পায় প্রবেশাধিকার।
আমি এখন সেরকম একটি জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছি।

#অতি_গোপনীয়

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.