![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
মাঝে মাঝে বসে থাকি নিজের গন্তব্য থেকে দূরে
চায়ের দোকানে—ভেজা বাতাসে ধোঁয়া ওঠে কাপে
কারও ঠোঁটে পান, কারও হাতে সস্তা সিগারেট।
একজন বিদেশগামী মানুষ
হাত নেড়ে বলছে ফ্লাইটের তারিখ,
অন্যজন রাজনীতির হিসেব কষছে
টাকার গন্ধে ভিজে যাওয়া তার কণ্ঠ।
দোকানের কোণে একটি আমলকি গাছের চারা—
হয়তো তেঁতুল গাছের ছদ্মবেশে দাঁড়িয়ে আছে
যেমন এই দেশ ভুল পরিচয়ে বেঁচে আছে
তবু বেঁচে তো আছে, তাইবা কম কিসে?
কিশোরটি ফেসবুকে রিল দেখে,
মাথার চুলে আধুনিকতা, কানে কাছে ন্যাড়া ভাব
তার ভবিষ্যৎ কি তেমনি ন্যাড়া হয়ে যাবে?
ভিক্ষুক মহিলার গলা ভেসে আসে
কেউ শুনে না, সবাই শুধু বলে- শোনার সময় নেই।
রাজনীতি ঢুকে পড়ে চায়ের কাপের ভিতরে,
বেকারত্বের আশঙ্কা ঝরে পড়ে সুপারি কাটার শব্দে।
কেউ বলে, লোনের টাকা শোধ হয় না—
শুধু স্বপ্ন আর কর্মহীন ভিড় বাড়ে।
হয়তো শীঘ্রই সিগারেট নিষিদ্ধ হবে কিনা
সে প্রশ্নে ওদের বুকে কম্পন জাগে!
বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ভেজা রাস্তা,
মানুষ ঠাসাঠাসি করে দাঁড়িয়ে—
চায়ের দোকান যেন এক ক্ষুদ্র সংসদ।
কোথাও শ্যাম রাখা যায় না, কোথাও কুল রাখা দায়।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২১
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪৭
এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার কবিতা।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২১
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৩৫
রাজীব নুর বলেছেন: ভালো এবং সুন্দর।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২১
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা