নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

ভুল সবই ভুল

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৪


আমি ভুলে যাই, আমি ভুলে যাই,
স্বপ্ন দেখে বাস্তবতা ভুলে যাই,
বাস্তব দেখে স্বপ্ন ভুলে যাই— আমি ভুলে যাই।

আমি ভুলে যাই, আমি ভুলে যাই,
রাস্তায় হাঁটতে হোঁচট খাই,
চিঠি লিখে কাটাকাটি করি,
গান গাইতে গিয়ে সুর ভুলে যাই,
প্রিয়জনকে ভাবতে ভুলে যাই।

আমি ভুলে যাই, আমি ভুলে যাই,
আকাশের দিকে তাকাতে ভুলে যাই,
মাটির দিকে তাকাতে ভুলে যাই।
স্রষ্টার ডাক শুনতে ভুলে যাই— আমি ভুলে যাই।

আমি ভুলে যাই, আমি ভুলে যাই,
ফুটবল খেলতে গিয়ে ব্যালেন্স হারাই,
ভেজা জামা শুকাতে দিতে ভুলে যাই,
ওষুধ খেতে ভুলে যাই— আমি ভুলে যাই।

আমি ভুলে যাই, আমি ভুলে যাই,
যখন চুপ থাকা দরকার, তখন অযথা কথা বলি,
হৃদয়ের গোপন কথা ফাঁস করি,
খুব সহজে আপন ভাবি, খুব সহজে পর ভাবি।

আমি ভুলে যাই, আমি ভুলে যাই,
তাড়াহুড়ো করে ভুল করি,
ভাত খেতে গিয়ে গলায় কাঁটা আটকে যায়,
হঠাৎ রেগে যাই, হঠাৎ ভয় পাই।

আমি ভুলে যাই, আমি ভুলে যাই,
নিজের সাথে সংযোগ হারাই,
অন্যের সাথে সম্পর্ক গড়তে ভুলে যাই।
শরীরকে অবহেলায় রাখি,
আত্মাকে অন্ধকারে ডুবাই— আমি ভুলে যাই।

আমি ভুলে যাই, আমি ভুলে যাই,
“লোভে পাপ, পাপে মৃত্যু”— আমি ভুলে যাই,
“সঙ্গ দোষে লোহা ভাসে”— আমি ভুলে যাই,
“আপনার মাংসে হরিণা বৈরী”— আমি ভুলে যাই।

আমি ভুলে যাই, আমি ভুলে যাই,
মোবাইলে চার্জ দিতে ভুলে যাই,
শার্ট খুলতে বোতাম ছিঁড়ে যায়,
ছাতা হারিয়ে ফেলি— আমি ভুলে যাই।

আমি ভুলে যাই, আমি ভুলে যাই,
মানুষের চোখে তাকাতে ভুলে যাই,
অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে যাই।
মানুষকে অসম্মান করি,
মানুষের কাছে অসম্মানিত হই,
তবুও— আমি ভুলে যাই।

আমি ভুলে যাই, আমি ভুলে যাই,
একটার পর একটা লক্ষ্য স্থির করি,
বারবার লক্ষ্য পাল্টাই।
আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি না—
আমি ভুলে যাই, আমি ভুলে যাই।

#ভুল

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯

শায়মা বলেছেন: ভুলে যাওয়া অসুখে ধরেছে! :(

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৯

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: জ্বী আপু। এই অসুখের কোন ওষুধ নাই।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫১

সামরিন হক বলেছেন: আমি ভুলে গিয়েই ভালো থাকি।
সুন্দর কবিতা।
শুভ রাত্রি।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৯

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ। শুভ রাত্রি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.