![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
আমি আমার বিরাট স্বপ্ন রাজ্যের, একচ্ছত্র রানী
অন্ধকারের গভীর সাগরে শুনি, কার অমিয় বাণী?
বহুদিন সঙ্গীহীন আমার বিবশ দেহ, দিবস রজনী
নব যৌবনের নীরবতা ভেঙে বাজাই, নূপুরের ধ্বনি
জাগাই অচেনা প্রেমিকের হৃদয়ে, প্রেমের শিহরণ
নচেৎ কোন অপঘাতে মরে যাবে, তার উন্মন মন
তার জন্য সারারাত অপেক্ষা করি, একাকী নির্জনে
কখনো আকাশে-বাতাসে, কখনো সাগরে-নদীতে-বনে।
সে হল সাধারণ এক জেলে, নিচু তার জাত-কুল
পোশাক ছেঁড়া, শরীরটা ঘামে ভেজা, মলিন তার চুল
তবু তার জন্যই খোঁপায় বেঁধেছি, তরতাজা বেলি ফুল
হৃদয়ের যত গভীরে যাই, তত নাচে আমার কানের দুল
আমি যে ভালোবেসেছি, আমার গরিব প্রেমিকের প্রিয় মুখ
ওর মুখের দিকে তাকালে, পাই কেন অমন অদ্ভুত সুখ!
ওর চোখের দিকে তাকালে, দুরু দুরু কাঁপে বুকের ভেতর
ওর প্রশস্ত কাঁধের দিকে তাকালে, দেহের অঙ্গ কাঁপে থরথর
ওর কাঁধে কেন গামছা ঝুলে, ওখানে ঝুলতে চাই আমি
সে আমার কল্পনা, সে যে আমার প্রাণের চেয়ে প্রিয় স্বামী।
এসব কথা আমার হৃদয় বলে, মস্তিষ্কের কথাটা আলাদা
সে চায় হালের ফ্যাশন, ভাঙতে চায় না বস্তুবাদের বাঁধা
তবুও হৃদয়ে সুরের পাখি গান গায়, কেউ শোনেনা তা
প্রেমের উঁচু শৃঙ্গ হতে খসে পড়ে, সেসব গানের খাতা
বাবা-মা, বোন-ভাই সবাই কী অস্থির, আমাকে নিয়ে
আমি কি নিচু জাত-কুলের জেলেকেই করব বিয়ে
আমার প্রাণ পাখিও তাকায় আমার দিকে, শুনে উত্তর
উদাস মেঘে হৃদয়ের রং মেখে, আমি রই চিরনিরুত্তর!
১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫৯
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:০৪
বিজন রয় বলেছেন: আপনার অন্যান্য অনেক কবিতার মতো এটা ততটা ভালো লাগেনি।
১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫৮
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করব আরো ভালো কবিতা লেখার।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৮
আজাদী হাসান রাজু বলেছেন: ভালো লাগল
১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫৯
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১০
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।