নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

আমি তোমাকে ভালোবাসি

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫৭



তোমার উপর যে বা যারা ক্রাশ খায় বিরতিহীন
তাদের আত্মায় বসবাসকারী স্রষ্টার শপথ করছি
তুমি সুন্দরের নিটোল মূর্তি, হৃদয়ের ব্যথার ওষুধ।

তোমার শরীরের মানচিত্রে প্রবাহিত রক্ত-নদী পথে
যেসব জলদস্যুরা আক্রমণ করে দিনে কিংবা রাতে
তাদের চোখের লালসা সৃষ্টিকারী স্রষ্টার শপথ করি
তোমার আরেক নাম তেঁতুল, যা জিহ্বার পরিতৃপ্তি।

তোমার হৃদয়ের গভীরে ভাসমান যে ১৯ টি নীল পদ্ম,
যারা ফুটে থাকে তোমারই অস্তিত্বের রঙে রঙিন হয়ে
ওরা দুলতে দুলতে হঠাৎ দিক হারিয়ে ফেলে লজ্জায়
যারা জোৎস্না আনে হৃদয় মরুতে প্রতিটি ভোর ও সন্ধ্যায়
সেসব নীল ভোর ও সন্ধ্যা সৃষ্টিকারী স্রষ্টার শপথ করছি
তোমার কোলের জলের বিন্দু পেতেই আমার জন্ম।

তোমার নাভীমূল থেকে বেরিয়ে আসা মিষ্টি কন্ঠস্বর
কানের কূপের পথে গিয়ে, মিশে যায় মস্তিষ্কের তলানীতে
একটি ২২ ক্যারেটের সোনার আংটির মতো ডুবে থাকে
যার আকার মহাবিশ্বের এ প্রান্ত থেকেও প্রান্ত পর্যন্ত
আমি নিশ্চুপ শুনি সেসব মিষ্টি কথা বিস্তৃতির অন্ধকারে
সেই কণ্ঠস্বর সৃষ্টিকারী স্রষ্টার সম্মানের শপথ করে বলছি
তোমায় ভালোবেসেছি শত রূপে শতবার, ভালোবাসবো।

একাকী এই হৃদয়ের কাছে যাই, আমার হৃদয়ের কাছে
যেখানে তোমার স্মৃতির অ্যালবামে নরম আলো জমানো।

#ভালোবাসা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:২০

আবেদি১২৩ বলেছেন: মোটামুটি , ১০ এর মধ্যে ৪ দিবো আমি। ভালো থাকবেন

১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:২৩

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.