![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
বিষম পথ শরতের মত হাসে।
নদী ও রোদে ভাঙনের বেগ আসে।
আস্তিনে আতরের ঘ্রাণ, স্বাতি নক্ষত্রের বীজ।
পলি মাটি নাচে অন্ধকারে,
অলিতে গলিতে ধোঁয়ার উৎসব।
বিধুর বাঁশি জ্বালিয়ে দেয় নীল গ্রহের দ্রোহ।
সন্ধ্যার পাখি ঘামে লজ্জায় লাল,
উপবাসে মেঘ-বৃষ্টির কারু খাম।
মাছের পেটে আলাদীনের প্রদীপ জ্বলে।
অন্ধ বাতাসে শ্বাসহীনতার শেকড়,
মৃত্যু বুলেট চলে উঁচুনিচু স্রোতে।
বাঁধন খোলা ছাদগুলো সাইকেল ট্রাক খায়।
আবছা আঁধারে আকাশের তারা পোড়ে,
শব্দ পাহাড় ছাই হয়ে আসে প্রেমে।
নিউট্রিনো বোমা কলমের শীষে ডুবে যায়।
হত্যা করেছি পিঁপড়ার বাকস্বাধীনতা,
শুনেছি সন্তানহারা বন্ধ্যা মায়ের আর্তনাদ।
দেখি ঘুড়ির মত ঘুরতে থাকা চাঁদের মতন মন।
২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১০
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।
২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০১
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৪
বিজন রয় বলেছেন: আপনার এই কবিতাটি আমার অনেক ভালো লেগেছে।
অন্ধ বাতাস, সুন্দর।