![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
পৃথিবীর সব আগাছায় ছিটকে আসে নক্ষত্রের ক্রোধ
ঘোড়া দিঘির কালো জলে পাক খায় কাক
গোলাপের ভালোবাসা শূন্য ডালে কাঁদে
হরিণ শাবকেরা না খেয়ে ঘুমায় অসীম আকাশে।
তেলাপোকা নারিকেল তেলে ডুবে মিশে যায় চুলে
মৌচাক থেকে বের হয় রক্তের গভীর স্রোত
ঝুলে থাকে কৃষাণের অপূর্ব গলাকাটা লাশ
দক্ষিণ দুয়ারে ঢুকে পড়ে শত শত কিং কোবরা।
চলন্ত ট্রেনে কাটা পড়ে মরে থাকে ঈগলের ছানা
দপ করে নিভে যায় জ্বলন্ত সব মোমবাতি
চায়ের কাপে আশ্রয় নেয় স্পেনের রাজকুমারী
উড়ন্ত বট ফল শুষে নেয় আরবের সব তীব্র সুগন্ধি।
কুমড়ার বীজের মতো ভিজে যায় বিড়ালের বিষন্ন চোখ
সাগর উড়ে যায় মহাকাশের বিপন্ন চিৎকার শুনে
তীরের ফলার মত তার হাসিমাখা ঠোঁট মনে আসে
সাদা সাদা পায়রা ছটফট করে আমার বুকের গহীনে।
লাল মোরগ ডাকে মধ্যরাতে গিজার পিরামিডের ছাদে
লাল-নীল জোনাকি পোকা জজের কালো কোটে বসে
পাকা গাব হরিয়াল পাখির কলিজা খায় নিশ্চিন্তে
রজার ফেদেরার পুনর্জন্মের পর হয়ে যায় ঘুঘু।
সাইকাস গাছের শিকড়ে ঘর বাঁধে হাঙরের ছানা
ধানক্ষেতের আইলে অজগরের ফ্যাশন শো চলে
মনের সুখে আইসক্রিম পেয়ে কাঁদে রাজা গুইসাপ
জিহ্বায় আগুন মেখে রাক্ষসের দল ঘুমায় সারা রাত।
২২ সেপ্টেম্বর, ২০২৫
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০৯
বিজন রয় বলেছেন: প্রায় প্রতিদিন আপনার কবিতা পোস্ট আসে। তার মধ্যে অনেক ভালো কবিতা থাকে।
কোনটা রেখে কোনটা পড়ি!!
দারুন সব কবিতা পড়তে পড়তে মন ভালো যায়।
শুভকামনা রইল।