নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

আমি টোকাই

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪১



আমারও বাবা ছিল, মা ছিল
তাদের বিবাহ বিচ্ছেদের পর যার যার সংসার
আমাকে নেয় নি কেউ-আমি তাই টোকাই
আমি সারাদিন সারারাত নেশা করি
ভিক্ষা করে বেড়াই।

আমার রুক্ষ চুল কপালের উপর বেয়ে পড়ে
মাঝে মাঝে দমকা বাতাসে সেগুলো উড়ে
নেশার ঘোরে আমি গাছের ফিসফিসানি শুনি
আমার হাত কিছু লিখতে পারেনা
আমার চোখ কিছু পড়তে পারেনা।

আমি কাউকে ভালোবাসি না
আমি কাউকে ঘৃণা করি না
আমার হাত শুধু আমার স্ত্রীর মাংস খোঁজে
আমার চোখ শুধু আমার স্ত্রীর মাংস‌ খোঁজে।

একবার আমি এক পট মধু পেয়েছিলাম
মনের সুখে তা করেছিলাম পান
তারপর তারা গুণেছিলাম আকাশের
গুনতে গুনতে শেষ হয়ে গিয়েছিল রাত
তারপর অভাব কামড়ে দিয়েছিল ভোরে।

আমি এই রাস্তার পাশে স্বধীনভাবে ঘুমাই
স্বাধীনভাবে ময়লা টোকাই অলিতে গলিতে
স্বধীনভাবে ময়লা ছেঁড়া জামা পড়ি
স্বাধীনভাবে পুলিশের ধাওয়া খাই
স্বাধীনভাবে ফাঁসিতে ঝুলব একদিন।

আমি স্বধীনভাবে বেকার থাকি
স্বাধীনভাবে ভিক্ষা করি
স্বাধীনভাবে অসুস্থ হই
আমি স্বধীনভাবে মারা যাব একদিন।

এই সেই স্বাধীনতা-যা লক্ষ প্রাণের দান
যাতে মিশে আছে মা-বোনের সম্মান।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫২

সৈয়দ কুতুব বলেছেন: এটা কেমন শিরোনাম ? :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.