![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
তুমি বলো, সত্যের চেয়ে তৃপ্তি কিছুতে নেই
অথচ দাবার বোর্ড সম্পূর্ণ সাদা হয়ে গেলে
খেলবে কিভাবে মস্তিষ্ক, হৃদপিণ্ড কিংবা হাত-
আলোই যদি সব, তবে অন্ধকারে স্বপ্ন দেখা কেন?
চলো আবার প্রথম থেকে সব শুরু করি,
সেটা পুরাতন হোক-কিচ্ছু যায় আসে না
আমি ধুলো চাই , ধোঁয়া চাই, আগুন চাই
আমি ছিলাম, আমি আছি, আমি থাকব।
বছর ঘুরে বছরগুলো কাছে আসে নাকি দূরে যায়!
তুমি বিশ্বাস করেছ, ঠকা-জেতার হিসেব কেন,
আমি অভিনয় করেছি বাস্তবতো কিছু নয়,
তুমি আমার হাত কাটবে, নাকি ক্ষমা করবে?
যা খুশি কর তবু একটু শান্তিতে শ্বাস নাও
আমি একজন মানুষ, এর বেশি কিছু না
তুমি আমার উপন্যাসের ষাটতম খণ্ড
আমার জন্য তুমি এর চেয়ে বেশি কিছু নও!
আকাশতো সবই দেখে কিন্তু মন্তব্যহীন,
পৃথিবী অল্প দেখে কিন্তু তার মন্তব্যে সয়লাব
ফুলের বাগানে বেড়া,বাতাসের বাগান উন্মুক্ত
তবে আলোর পরে থাক কালো, সুখের পর অসুখ।
©somewhere in net ltd.