নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবেসে সখী.... আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে।

পরছায়ার প্রতিধ্বনি

পরছায়ার প্রতিধ্বনি › বিস্তারিত পোস্টঃ

নশ্বর যাত্রা

১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৩

এই নশ্বর পৃথিবী , দ্বিধাহীন শৈশব
শাসকের তুলিতে আঁকা, রক্তাক্ত রাজপথ।
অস্থির সময় আর লুণ্ঠিত মানবতার যাত্রা,
তোমরা কি সাথী হবে আমার এই নশ্বর যাত্রাপথে।
যেখানে অধিকারীর অধিকার চাওয়ারই অধিকার নাই,
শকুনেরা হাসে রক্তের নেশায়।

আর কতো রক্ত ঝরালে তোমার দেশ রক্ষা পাব্,
আর কতো শকুন মাঠে নামবে অস্তিত্ব রক্ষাই।

তারা
বারে বারে ফিরে নিয়ে যায় আমাদের খোঁয়াড়ে
আমরা
বারে বারে ভাঙতে চায় সমস্ত পরাধীনতার শৃঙ্খলা
কিন্তু, ঐ বিউগল থেকে ভেসে আসা বিশৃঙ্খলা করুন ধ্বনি
আমার দেশ, সত্তাকে করছে ক্রমশ নিমজ্জিত।

তোরা কি সাথী হবি আমার এই নশ্বর যাত্রাপথে
যেখানে আছে ব্যাথায় ব্যাকুল এক উন্মত্ত স্রোত,
নিমিষেই যে স্রোত মুছে দিতে পারে দুঃখ নামক ভালবাসা।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩২

বিজন রয় বলেছেন: চার বছর সাত মাসে মাত্র একটি পোস্ট!!!!!!!!!

ব্যাপার কি??

যাক, আপনার পাওয়া প্রথম মন্তব্যটি আমার।

কবিতায় ++++++

১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৬

পরছায়ার প্রতিধ্বনি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
এই চার বছর শুধু পড়েছি।
আজ লিখলাম।
প্লাসের জন্য ধন্যবাদ।

২| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৯

বিজন রয় বলেছেন: নিয়মিত লিখবেন?
পোস্ট দিবেন?

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

পরছায়ার প্রতিধ্বনি বলেছেন: নিয়মিত লিখব মনে হয়।
দোয়া করবেন।

৩| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

আখেনাটেন বলেছেন:

কবিতা ভালো লিখেছেন ব্লগার পরছায়ার প্রতিধ্বনি।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৭

পরছায়ার প্রতিধ্বনি বলেছেন: ধন্যবাদ আখেনাটেন।
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.