| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চায়, ঘুরে আসতে চায়,
লক্ষ লক্ষ যোজন দূর থেকে,
মহামায়া পরকাল থেকে,
যেখানে আছে অন্ধকার আর আছে মুক্তির মায়া।
ছোট-বড় দুঃখগুলোর কোনও মুল্য নেই সেখানে,
নিজেকে ডুবিয়ে দেয়া যায় কালের স্রোতে।
শুধু আছে আত্মাকে সাথে নিয়ে নিরন্তর যাত্রা
এ যেন কোনও এক কালে ফেলে যাওয়া তোমারই পৃথিবী
এই যাত্রা তোমাদের পৃথিবীর মতো নয়,
এতো ক্লান্তিহীন, অসিম, আকুল...
চাইলেই যাওয়া যায় না সেই যাত্রায়
এর জন্য পাড়ি দিতে হয়...
কণ্টকপূর্ণ ,নিপুন অভিনয়ের এই দুনিয়া,
এখানে সবাই অভিনয় করে নিজের সাথে,
সুখে থাকার অভিনয়,সুখে থাকার জন্য অভিনয়।
কতোটা সুখ তুমি চাও,
কতদিন দূরে থাকতে চাও সেই অন্ধকারের যাত্রা থেকে...
যেতেই হবে, যেতে দাও...
কোনও উপায়ই নেই ছাড়া পাওয়ার।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫
পরছায়ার প্রতিধ্বনি বলেছেন: তাদের কে কি পরকালে বিশ্বাস করানোর জন্য কবিতা?
২|
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
সনেট কবি বলেছেন: ভাল
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০২
পরছায়ার প্রতিধ্বনি বলেছেন: ধন্যবাদ কবি।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬
রাজীব নুর বলেছেন: যারা পরকার বিশ্বাস করে না তাদের নিয়ে একটা কবিতা লিখেন।