নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোনটা \'মূখ\' আর কোনটা \'মূখো্শ\', বোঝা বড় দা্য়।কোনটা \'মূখ\' আর কোনটা \'মূখো্শ\', বোঝা বড় দা্য়।

কোনটা 'মূখ' আর কোনটা 'মূখো্শ', বোঝা বড় দা্য়।

হোসেন আরিফ

১৬ কোটি মানুষের মাঝে যে কয়েকজক অতি সাধারণ আমি তাদের-ই একজন।

হোসেন আরিফ › বিস্তারিত পোস্টঃ

★প্রসঙ্গ: সুন্দরবন।আমরা আরেকবার সাহসী হতে চাই★

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৬

মাননীয় দেশরত্ন, যখন স্বপ্নের পদ্মাসেতুর স্বপ্ন ভাঙার উপক্রম হল( যদিও দুই আবুল মন্ত্রির কেরামতিতে), চারিদিকে সমালোনা ঝড়; আপনি তখন আত্ননির্ভরশীল বাংলাদেশ নির্মাণে উদ্যোগী হলেন। অনেকের মতো আমারও শঙ্কা থাকলেও মনে মনে গর্ববোধ করি এতবড় সেতু আমরা নিজ অর্থায়নে করছি( যদিও এই প্রজেক্ট Economy তে কি পরিমান stress ফেলছে, তা সবার-ই জানা)। নতুন নতুন জ্ঞাত অজ্ঞাত খাত সৃষ্টি করে অর্থের জোগান দেয়া হচ্ছে। আমরা খুশি, স্বপ্নের সেতুর ভীত আজ দৃশ্যমান। আপনি ছাড়া এমন ঝুঁকি নেয়ার দুঃসাহস এইদেশে আর দ্বিতীয় কারও নেই। জেদ থেকে যদি ভাল কিছু হয়, তবে জেদ-ই ভাল।
এখন আসি মূল প্রসঙ্গে। দেশে ক্রমবর্ধমান বিদ্যুৎ এর চাহিদা মেটাতে নতুন বিদ্যুৎকেন্দ্র দরকার। বিদ্যুৎকেন্দ্র হবে। বন্ধুদেশ ভারত প্রজেক্টে আমাদের উন্নয়ন সহযোগী হতে চায়, হতেই পারে। অজানা কারণে বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের কাছেই হতে হবে, হ্যাঁ তাতেও আপত্তি নেই । কিন্তু সামান্য পরিবর্তীত ভাবে। এখন ভারত-বাংলাদেশ যৌথ ফিনান্স করছে (যদিও প্রজেক্টের মালিকানা দুই দেশের সত্ত্বেও চুক্তিতে ঋণের দায় বাংলাদেশের) আর আমরা ভূমি দিচ্ছি। শুধু Role টা পরিবর্তন(vice versa) হয়ে যদি এমন হয়--বাংলাদেশ ফিনান্স করবে, ভারত ভূমি দিবে। বিদ্যুৎকেন্দ্র রামপালে না হয়ে হবে ভারতের ২৪ পরগুনায়। সেখানে আমরা ১৬ কোটি বাংলাদেশী প্রজেক্ট অর্থায়নে আরো একবার অর্থনৈতিক চাপে পরলেও আপনাকে পূর্ণ সহযোগীতা করবো বন্ধুদেশ ভারতে এই বিদ্যুৎকেন্দ্র স্থাপনে।
আমরা আপনার নেতৃত্বে আরেকবার সাহসী হতে চাই। আপনি প্রস্তাব করুন,আমরা সাথে আছি,দেখেন দাদারা মানে কিনা!
যদি তা হওয়ার নয়,তবে কেন দুপায়ে নদীর গভীরতা মাপার চেষ্টা!!
আমরা তো দেখেছি প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে জয়ী করতে সরকারী-বেসরকারী সকলের প্রয়াস! তবে আজ কেন এই উদাসীনতা??
জানেন তো আমাদের আর একটাও সুন্দরবন নেই।
#SaveSundarban
#StopRampalPlant
--Arif

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৯

কলাবাগান১ বলেছেন: "বাংলাদেশ ফিনান্স করবে, ভারত ভূমি দিবে। বিদ্যুৎকেন্দ্র রামপালে না হয়ে হবে ভারতের ২৪ পরগুনায়। "

সেটাই হওয়া উচিত এখন। আশা করি প্রধানমন্ত্রী বিবেচনা করে দেখবেন।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৪

হোসেন আরিফ বলেছেন: বিবেচনার জন্য আমিও দাবী জানাই।

২| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১০

কলাবাগান১ বলেছেন: আর এটা করলে যারা ঘোলা জলে মাছ শিকারে নেমেছে, তাদের সুযোগ টা ও বন্ধ হবে

৩| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১০

গেম চেঞ্জার বলেছেন: ওয়েল, ভাল ডিসিশান!! সাপোর্ট করছি!

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৬

হোসেন আরিফ বলেছেন: আমি, আপনি, আমরাই তো বাংলাদেশ। দেশের স্বার্থে আমরা সহমত।

৪| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৫

বিলুনী বলেছেন: বিদ্যুৎকেন্দ্র রামপালে না হয়ে হবে ভারতের ২৪ পরগুনায়।


সেখানে হলে সুবিধাগুলি কি কি মুবিধা বিস্তারিত বললে ভাল হত । এধনের প্রস্তাবনাকে বলে অবিবেচক প্রস্তাবনা । নির্বুদ্ধতার সীমা থাকা দরকার ।
রামপালে বিদ্যুত কেন্দ্র হলে সুন্দরবন বেচে যাবে বনখেকোদের হাত হতে। তবে তথাকথিত পরিবেশবাদীরা
ভাতে মরবে কোন ইস্যু না পাইলে । তাই যত পরা যায় পেট চালানোর জন্য বিরোধিতাতো করতেই হবে ।



২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৪৪

হোসেন আরিফ বলেছেন: বনখেকোদের হাত থেকে বন রক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্র করা লাগবেই বা কেন?? সরকার চাইলেই রক্ষার ব্যবস্থা নিতে পারে অন্যভাবে। ২৪পরগুনাই করার যুক্তি হল দাদাদের কিছু হবে না বুলি বন্ধ করা। নিজের দেশের বনের কাছে কখনোই এই plant তারা করবে না তার প্রমাণ দাঁড় করানো। বাকি আপনার বুদ্ধি বেশী। আপনি ভাল বুঝবেন।

৫| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১২

নীল আশরাফ বলেছেন: শাহবাগ প্রজন্ম সাহসী হতে পারবে, যদি
- যাদের বিরুদ্ধে আন্দোলন, তাদেরকে খাঁচায় বন্দী রাখা যায়
- আন্দোলনকারীদেরকে পুলিশ দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা যায়
- তিন বেলা বিরিয়ানি সাপ্লাই দেওয়া যায়

এর ব্যতিক্রম হলে এই প্রজন্ম আন্দোলনের নামও নেবেনা।

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৬

হোসেন আরিফ বলেছেন: আমি, আপনি, আমরাই বাংলাদেশ প্রজন্ম। শাহবাগ প্রজন্ম না পারলেও আমাদের তো পারা উচিত। আমরা কি পারছি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.