![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের প্রধান মন্ত্রী থেকে শুরু করে তার নিচে যত প্রকার নামি দামী লোক আছে দেশ গড়ার কাজে তাদেরকে জানাচ্ছি সালাম।
আমি দেশের একজন সচেতন নাগরিক হিসাবে বলতে চাচ্ছি যে, আমাদের দেশে যে পরিস্থিতি ঘটছে বা ঘটে যাচ্ছে তা এ দেশের মানুষের বিবেকের বালাই বলে কিছু থাকছে না আমি মনে করি। দেশেরে যাই হোক না কেন দেশতো আমাদের আর আমাদের দেশকে কী ভাবে ভাল রাখতে হবে তা শুধু আমাদের জানতে হবে। আর তা না হলে দেশ ধ্বংস দিকে যেতে থাকবে।
মূল কথায় আসি আমি ১বছর ২মাস রাজশাহীতে থাকি আমার বাড়ী যশোর। কিছু দিন আগে আমি বাড়ী যাই আর দেখতে পেলাম নতুন তৈরী লালন শাহ ব্রিজ এই ব্রিজের ঠিক পিলার সাথে বাধা আছে বালি তোলার পাইপ পাশে দেখলাম পিলার থেকে ১০ ফুট দূরে ডিপ যা দিয়ে বালু তোলা হয়। দেখে আমার মনে হলো আমাদের দেশে কোন আইন কানুন নেই। আজ অথবা কাল এই ভাবে বালু তোলার ফলে ব্রিজটি ভেঙ্গে পড়তে পারে। তার কোন চিন্তা ভাবনা নেই যারা উত্তোলন করছে তাদের তারা কি এদেশের মানুষ না।
শুধু লালন শাহ ব্রিজ না এভাবে হাজারো ব্রিজ এর নিজ থেকে বালু তোলা হয় এই সব ব্যাক্তিরা কারা? যারা দেশের ক্ষতি করতে ব্যাস্থ।
যারা ব্রিজের নিচ থেকে বালু উত্তোলন করছে তাদেরকে থামান, বন্ধ করেন। দয়া করে।
©somewhere in net ltd.