![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাদে আছে চোরের মায়ের বড় গলা
আবার, জোর যার মুল্লুক তার,
কথাটির বলার কারণ হলো যে,
ভারত-বাংলাদেশ ম্যাচে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত নিয়ে নানা প্রতিক্রিয়ায় সরগরম সংবাদমাধ্যম চলছে। আর হবেই না কেন যেখানে ১টি না ২টি না ৪টি আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত যেখানে হয় সেখানে তো সমালোচনা হবেই।
অথচ আইসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন সেটাটে খতিয়ে দেখার কথা বলবেন কীনা তা না বলে বলছেন বাংলাদেশের সভাপতি বক্তব্য না কী অভিযোগকে ‘দুঃখজনক’, ‘ভিত্তিহীন’।
এমন তেল মারা কর্মকর্তা পদে থাকা উচিৎ না। তাকে পদত্যাগ করানো উচিৎ। আবার শোনা যাচ্ছে যে, মুস্তফা কামালের বক্তব্যে ভীষণ ‘ক্ষুব্ধ’ সংশ্লিষ্ট দুই আম্পায়ারও। আবার আইসিসি সভাপতির বক্তব্যকে ‘মানহানিকর’ বলে মন্তব্য করেছেন ইংলিশ আম্পায়ার ইয়ান গোল্ড ও পাকিস্তানি আলিম দার। এমন কি মুস্তফা কামালের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার সম্ভাব্যতা নিয়েও আলোচনা করেছেন তাঁরা!
তাদের লজ্জা থাকলে আর আম্পায়ার হিসাবে মাঠে না নামে। আমি আলিম ডারকে ভাল জানতাম সেইও ভারতের তেল মারা এক আম্পায়ার এখন। মাঠে যে ভাবে আম্পারা দায়িত্ব পালন করে আর যে সুযোগ তাদের দেওয়া হয় তাতে ১০ বছরের বাচ্ছারাও ওদের চেয়ে ভাল আম্পায়ার করতে পারবে।
আমাদের দেশ হেরেছে তাতে কোন দুঃখ নেই। দুঃখ সুষ্ট ভাবে খেলাটা না হওয়ায়। সুষ্ট ভাবে খেলা হলে নিশ্চিত ভাবে বাংলাদেশ জিততে পারতো।
আর না হলেও একটা ভাল খেলা দেখা যেত। বাংলাদেশ এখন আর আগের মত নেই যে তারা খেলা মানে বড় দল অনাসে জিতে যাবে। বাংলাদেশের বিপক্ষে খেলতে হলে এখন যে কোন দলকে চিন্তা ভাবনা করে খেলতে হবে
আর তা না হলে টুপি পরে ফিরতে হবে। ইনশাল্লাহ্।
ভারত বলেই জিতবে আর বাংলাদেশ বলেই হারবে এমন চিন্তা কেউ আর করবেন না।
©somewhere in net ltd.