নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারন একটা মানুষ ।বিশ্বরাজনীতি পছন্দ করি ।ফুটবলে মারাত্ত্বক আসক্ত ।

হতভাগা রাজু

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

হতভাগা রাজু › বিস্তারিত পোস্টঃ

ট্রাফিক পুলিশের রমরমা ব্যবসা

১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

বাংলাদেশে দ্রুত ধনী হওয়ার সর্বোত্তম পন্থা রাজনীতিবিদ হওয়া ।তারপরেই আছে পুলিশ বিভাগে চাকুরি করা ।বিশেষত একটু খবরাখবর রাখলে এই বিষয়ে কেউ দ্বিমত পোষণ করবেন না ।

ট্রাফিক পুলিশের প্রধান কাজ ট্রাফিক অর্থাত্‍ যানবাহনকে যথাযথ সিগন্যান মানতে সহায়তা করা ও পথচারিদের রাস্তা পারাপারে সহায়তা করা ।তাছাড়া মাদক চোরাচালান রাস্তায় আটক ,ফিটনেসবিহীন গাড়িকে যব্দ করা ও লাইসেন্সবিহীন ড্রাইভারদেরকে সনাক্ত করাটাও তাদের কাজ ।
কিন্তু রাস্তায় আপনি যদি গাড়িতে ওঠতে একটু অপেক্ষা করেন ,তবে দেখবেন তাদের নীরব চাঁদাবাজী ।লাইসেন্স চেক করার নামে অন্যায়ভাবে টাকা নিচ্ছে ।গাড়ি বুঝে গাড়ি প্রতি ২০,৫০,১০০টাকা পর্যন্ত নীরব চাঁদাবাজী করছে ।
ড্রাইভারদের কিছু বলার নেই ।বৈধ লাইসেন্স থাকার পরেও মামলা ও ঝামেলার ভয়ে তারা টাকা দিয়ে কেটে পড়ছে ।অনেকে এটাকে ট্রাডিশনের মতোই সাদরে গ্রহণ করে নিচ্ছে ।কারন তারা ট্রাফিক পুলিশের কাছে জিম্মি ।

এর কোন সমাধান নেই ।পুলিশের রন্ধে রন্ধেই দূর্নীতি বেঁধে আছে ।ড্রাইভাররা হয়েছে অসহায় ,আমরা হয়েছি নীরব দর্শক ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

কবীর আহমেদ শাহ্ বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ। কারন আপনী সমাজের সঠিক একটি ঘটনা ঊপস্থাপন করেছেন। আল্লাহ আপনাকে হেফাজত করুক।

২| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৫

ভাঙ্গা তরী -৭৭৯ বলেছেন: চাকুরি করে ধনী, মানে চাকুরেধনী !!! ধনী হবার তরিকা দেখি ভালোই জানা আছে..

৩| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৭

হামিদ আহসান বলেছেন: দ্বিমত নেই অামারও.....

৪| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৫

হতভাগা রাজু বলেছেন: ধন্যবাদ "কবীর আহমেদ শাহ" ভাই ।আপনি আমার পোষ্টটি বুঝতে পেরেছেন সেজন্য ।

৫| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৮

হতভাগা রাজু বলেছেন: 'ভাঙ্গা তরী' আপনি ভিন্ন পয়েন্ট থেকে যথার্থ বলেছেন হয়তবা ।কিন্তু সমাজের চোখে বাড়ি গাড়ি থাকলেই ধনী বলে স্বীকৃতি দেয়া হয় ।

৬| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫২

ভাঙ্গা তরী -৭৭৯ বলেছেন: রাজু দাদা, আমি আপনার পয়েন্টের কথাই বলছিলাম....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.