![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন
পৃথিবীতে ভিন্ন মত আছে বলেই পৃথিবীতে এতো দল উপদলে বিভক্ত ।সবার সাথে সবার মতামত মিলবে না এটাই সিম্পল ।সেজন্যই এতো ইসলাম বৌদ্ধ খ্রিষ্টান হিন্দু আস্তিক নাস্তিক জামাত শিবির বিএনপি আওয়ামিলীগ সহ এতো এতো ভিন্ন মত আছে ।চরমপন্থি যেমন আছে তেমন উদারপন্থিও আছে ।
আমি যে চরমপন্থীতে বিশ্বাসি সেটা যথার্থ নয় ।আইএস শিবসেনা এই টাইপের রক্তপাত সমর্থন করিনা ।কোন সুস্থ মানুষের করার কথাও না ।তাই বলে আমি বিজ্ঞানমনস্কের চাদড়ে আবৃত নাস্তিক ,যারা ইসলাম ও অন্যান্ন ধর্ম নিয়ে চটি চর্চা করে তাদেরকেও সমর্থন করি না ।আপনার ভাল না লাগলে এড়িয়ে চলুন ।নদির জল ভাল লাগছে না ,আপনি পুকুরের জল পান করুন ।নদীর জলে কেন শ্যাওলা জন্মে পানির বিশুদ্ধতা নষ্ট করছে এটা আপনাকে বলতেই হবে তার বাধ্যবাধকতা নেই ।
আপনি বলবেন 2*2=4 ।আমি বলব ২(+)২=4 ।দুজনের মতাদর্শ ভিন্ন হতে পারে ,বাট উদ্দেশ্য এক ,ফলাফল এক।সবাই চাই সমাজের শান্তি ।এখানে কেন আমি 6-2=4 বলিনি তার জন্য তো আপনার গলাবাজীর দরকার নেই ।কি দরকার চাপাতি ও নাস্তিকতায় লিপ্ত হয়ে মরণখেলায় মেতে উঠা ???
আপনি বলবেন দেশের সরকারের আইন করে এগুলা সমাধান করা উচিত ।তবে খেয়াল করবেন যে ,সরকার কেবল আপনার ভাল খারাপের বিচার করতে পারবে ।আপনাকে গড়তে পারবে না ।
তাছাড়া বর্তমান সরকার ভোটের লড়াইয়ে এগিয়ে থাকতে দু পক্ষকেই কাছে রাখতে চায় যার কারনে সরকার এসবে তেমন আগ্রহি নয় ।নাস্তিকরাও ভোটার ,আবার ধর্মের অজুহাতে চাপাতি বাহিনীও ভোটার ।সরকারের চাই ভোট ব্যাংক দখল ।এতেই তারা সন্তুষ্ট ।আমার আপনার আপত্তিতে সরকারের কিছু যায় আসে না ।
সরকার আমরা বানাই আমাদের ঝামেলা মিটিয়ে সুখি করার জন্য ।আর সরকার আমাদের ব্যবহার করে পুনরায় ক্ষমতার মসনদে আসার জন্য ।এতে কার কি জুটল তারা সেটা খোরাই কেয়ার করে ।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:৪৫
চাঁদগাজী বলেছেন:
সরকার ভোট নিয়ে আর চিন্তিত নয়; ষরকার ব্লগারদের ভয় পায়, শিক্ষাকে ভয় পায়; চাপে ও ভয়ে আক্সে ব্লগারেরা, এটা সরকারের জন্যও ভালো।