নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারন একটা মানুষ ।বিশ্বরাজনীতি পছন্দ করি ।ফুটবলে মারাত্ত্বক আসক্ত ।

হতভাগা রাজু

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

হতভাগা রাজু › বিস্তারিত পোস্টঃ

শিবির আখ্যা দিয়েই পেটানোর কৌশলটা বেশ চলছে !

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮

ছেলেটা মাত্রই ক্যাম্পাসে এসেছে ।নিউ ফাষ্ট ইয়ারের স্টুডেন্ট ।ডিপার্টমেন্টের ছাত্রলীগের সভাপতির মূখে মূখে দুটো কথা সরাসরি বলে ফেলেছে সত্‍ সাহস আছে বলেই ।সেজন্য ছাত্রটাকে পেটানোর জন্য ছাত্রলীগ পরিকল্পনা করছে ।তাও আবার "শিবির" আখ্যা দিয়ে !!

ছেলেটার অপরাধটা মারাত্ত্বক ।কারন ছেলেটি ছাত্রলীগের কর্মির মূখে মূখে কথা বলে !সাহস কত বড় !ওর হাড় মরিচের গুড়া বানিয়ে ফেললে তবেই এর সঠিক বিচার হবে ।কারন ছেলেটা ছাত্রলিগের অন্যায় প্রস্তাবে রাজি হয়নি ।ওরে পেটানো ছাত্রলীগের ফরজ কাজ ।
আমি এতোকিছু জানতাম না ।তবে ঐ ছাত্রলীগের কর্মিটা আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট ।এখনো একসাথে পড়ি ।তাই হাঁড়ির তলার খবরটা জানতে পেরেছি ।
তাছাড়া নিউ ফাষ্ট ইয়ারের যেই ছাত্রটাকে শিবির আখ্যা দিয়ে পেটাবে ,ঐ ডিপার্টমেন্টের দুজন ছোটভাই আমার রূমমেট ।সেজন্য ঘটনাটা জেনেছি ।ঐ ছাত্রটাকে কালকে ক্যাম্পাসে আসতে নিষেধ করেছে ওর শুভাকাঙ্খীরা ।কারন সে "ছাত্রলীগের হিটলিষ্টে" আছে !

আপাদত তেমন কিছুই ঘটেনি ,কিন্তু তলে তলে অনেক কিছুই ঘটে গেছে ।ছেলেটা কালকে ক্যাম্পাসে আসিলে নিশ্চয়ই তার জন্য হাসপাতালের একটা বেড বরাদ্দ করতে হবে ।শিবির আখ্যা দিয়ে পিটায়লে তো আর কম পেটাবে না ।
ইতিপূর্বে এরূপ ঘটনা একাধিক বার ঘটেছে ।তাই আমি নিশ্চিত যে ,ঐ ছেলেটির কপালে খুব খারাবি আছে ।শিবির আখ্যা দিয়েছে তো পেটাবেই ।
আফসুস লাগে এইসব ছাত্রলিগের ক্যাডাররা যখন নিজেদেরকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ভাবে ।নিজেরা তো পঁচেই গেছে ,এখন বঙ্গবন্ধুর নামেও দূর্গন্ধ ছড়াচ্ছে ।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই ট্যাগিংবাজি দিয়েই তো চলছে স্বেচ্ছাচারের রাজত্ব!

ভিন্নমত হলেই সে মুক্তিযোদ্ধা হলেও রাজাকার! এই ফতোয়াবাজি ট্যাগিংবাজি দিয়ে আর কত!!!!! মানুষ সব বুঝেও নিরব! আর সেই মানুষকে ভয় পায় বরেই অনির্বাচিত ১৫৩ সিট নিয়ে স্বৈরাচার চলে মনের আনন্দে! কিন্তু কলংক তিলক যে জীবনেও ঘুচবেনা তা ভূলে যায়!!!! বাকশালের কালিমা ৪০ বছরেও মোছে নি! ডিজিটাল বাকশালের কলংক ৪০০ বছরেও মুছবে কিনা সন্দেহ!!!!!

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭

কিবরিয়া জাহিদ মামুন বলেছেন: আওয়ামীলীগ এমন এক মেশিন যেখানে রাজাকার ঢুকলে বের হয় মুক্তিযোদ্ধা হয়ে।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫

টি এম মাজাহর বলেছেন: সেদিন পরীবাগে ভাড়া বেশী চাওয়ার জন্য এক রিকশাওয়ালাকে জামাত-শিবির আখ্যা দিয়ে সাপপেটা করা হলো। চারপাশের মানুষজন হা হয়ে দেখা ছাড়া কিছুই করতে পারলো না।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

হতভাগা রাজু বলেছেন: যথার্থ বলেছেন "বিদ্রোহী" ভাই ।আপনি প্রকৃত অবস্থাটা বুজতে পেরেছেন :)

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০২

হতভাগা রাজু বলেছেন: টি এম মাজহার ভাই ,
এটা খুবই দুঃখজনক ।সেই সাথে লজ্জাজনক একটা ব্যাপার ।নৈতিকতা চরমে পৌছেছে :-(

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০২

হতভাগা রাজু বলেছেন: টি এম মাজহার ভাই ,
এটা খুবই দুঃখজনক ।সেই সাথে লজ্জাজনক একটা ব্যাপার ।নৈতিকতা চরমে পৌছেছে :-(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.