![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন
আগামী কয়েক ঘণ্টার মধ্যে
সিরিয়ায় আইএস’র চূড়ান্ত পতন ঘটতে পারে। এ নিয়ে পশ্চিমা জগতে এক ধরনের উষ্মা দেখা যাচ্ছে ।একই রকম
অসন্তোষ দেখা যাচ্ছে কয়েকটি আরব দেশ ও ইসরাইলের মধ্যে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-
আসাদের অনুরোধে সাড়া দিয়ে গত ৩০ সেপ্টেম্বর থেকে রাশিয়া উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস’র বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে। এরই মধ্যে সিরিয়ায় আইএস’র সদর দপ্তর গুঁড়িয়ে
দিয়েছে রুশ যুদ্ধবিমান। এছাড়া, একটি সুইসাইড বেল্ট ফ্যাক্টরি, বোমা ও মাইন তৈরির কারখানাসহ আইএস’র বহু
স্থাপনা ধ্বংস করা হয়েছে।
রাশিয়ার পক্ষে ৫০টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার অংশ নিচ্ছে এ
অভিযানে। ৬০ বারের বেশি বিমান হামলা হয়েছে সেখানে। রুশ বিমান হামলায় দিশেহারা হয়ে আইএস সন্ত্রাসীরা সিরিয়া থেকে পালাতে শুরু করেছে; শত শত সন্ত্রাসী আত্মসমর্পণও করেছে। মজার বিষয় হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ১২টি দেশের
আন্তর্জাতিক জোট যেখানে এক বছরের বেশি সময়ে আইএস’র পতন ঘটাতে পারে নি সেখানে রাশিয়ার পাঁচদিনের হামলায় কাহিল হয়ে পড়েছে এই
সন্ত্রাসী গোষ্ঠী।
সর্বশেষ তথ্য হচ্ছে- রুশ
বাহিনীর সফল বিমান অভিযানের পর এখন স্থল অভিযান শুরু হবে। সে অভিযানে আইএস সন্ত্রাসীরা খড়- কুটোর মতো ভেসে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটেনের ডেইলি এক্সপ্রেস খবর
দিচ্ছে- স্থল অভিযান চালানোর জন্য রাশিয়া ১৫,০০০ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। আশা করা যায়-সে অভিযানে সব সন্ত্রাসবাদ নির্মূল হবে
আর সিরিয়ায় আগের শান্তি ফিরে
আসবে। কাউকে হতে হবে না শরণার্থী অথবা ইউরোপে আশ্রয় নিতে গিয়ে লাশ হতে হবে না সাগরে ডুবে।
ওবামা-ওলাঁদের ক্ষোভ, পুতিনের
জবাব: রাশিয়ার বিমান হামলার
বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফ্রান্সের প্রেসিডেন্ট
ফ্রাঁসোয়া ওলাঁদ তীব্র ক্ষোভ প্রকাশ
করেছেন। তারা অনেকটা সমস্বরে
বলেছেন, রুশ হামলার কারণে আইএস শক্তিশালী হবে। এ দুই প্রেসিডেন্ট এখনো বলছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরে যেতে হবে।
মোদ্দাকথা যেভাবেই হোক আইএসকে গুড়িয়ে দিতেই হবে ।এই ভাইরাসটার অপসারন জরুরী ।
২| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৬
চুরি যাওয়া আগুন... বলেছেন: মোদ্দাকথা যেভাবেই হোক আইএসকে গুড়িয়ে দিতেই হবে ।এই ভাইরাসটার অপসারন জরুরী ।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৩
খোলা মনের কথা বলেছেন: আইএস যে আমেরিকার একটি গেইম সেটি এখন ধরা পড়বে।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৬
ছাসা ডোনার বলেছেন: আইএস জংগী সংগঠন আমেরিকা ইজরাইল মিলে আসাদকে উঠানোর জন্য তৈরী করেছে।ওরাই প্রশিক্ষন আর অস্ত্র দিয়ে সাহায্য করতেছে, এর মধ্যে রাশিয়া বোম্বিং করে সব গুড়িয়ে দিল। তাদের সব গোপন রহস্য ফাঁস হয়ে গেল। সারা পৃথিবীতে আমেরিকা আর ইজরাইল মিলে অশান্তি সৃষ্টি করতেছে। একবার চোখ বুলিয়ে দেখুন আফগানিন্তান ইরাক লিবিয়া সব যায়গায়ই অশান্তি রোজ মানুষ খুন হচ্ছে।আমেরিকা ডলার ছাপায় যত ইচ্ছে তত , তাই ওদের কোন অভাব নেই।
৫| ০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
হতভাগা রাজু বলেছেন: কেজিবির কর্মকর্তা পুতিন এতোদিনে একটা কামের কাম করতেছে
৬| ০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: মজার বিষয় হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ১২টি দেশের আন্তর্জাতিক জোট যেখানে এক বছরের বেশি সময়ে আইএস’র পতন ঘটাতে পারে নি সেখানে রাশিয়ার পাঁচদিনের হামলায় কাহিল হয়ে পড়েছে এই সন্ত্রাসী গোষ্ঠী।
ঐ কথিত আন্তর্জাতিক জোটতো আর সত্যি সত্যি চায়নি তারা ধ্ভংস হোক। তাহলে তাদের বানর খেলার খেল দেখাবে কে?
সবই সময়ের প্রয়োজনে। জহির রায়হানের কথাটাই মনে পড়ল!
৭| ০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
গোধুলী রঙ বলেছেন: আমেরিকা যেখানে বোম ফেলবে আগে থেকে আই এসের কর্তাদের কাছে খবর দিয়া দিতো, যাতে ওরা অস্ত্র গাড়ি গুড়ি সব নিয়া বাংকারে বা অন্যখানে সরিয়ে নিতে পারে, দুনিয়ার মাইনষের আই ওয়াশ আরকি মনের কথা কইলাম, হাচা মিছা জানি না।
৮| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২১
শেখ মফিজ বলেছেন: মোদ্দাকথা যেভাবেই হোক আইএসকে গুড়িয়ে দিতেই হবে ।এই ভাইরাসটার অপসারন জরুরী
৯| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:৪৪
স্টেনটোরিয়ান বলেছেন: ইসরাইল যেমন অন্যের জমি দখল করে বেচে আছে, আমেরিকা তেমন অন্যের সম্পদ লুট করে টিকে আছে। মধ্যপ্রাচ্যের এই সন্ত্রাসীগোষ্ঠী আমেরিকার অস্ত্র ব্যবসার সবচেয়ে বড় খরিদ্দার। আরব বিশ্বে অস্থিরতা না থাকলে আমেরিকা অস্ত্র বেচবে কার কাছে? সাহায্য করছি বলে তেল আর সোনার খনিই বা দখল করবে কিভাবে? রাশিয়া তো আমেরিকার বাড়া ভাতে শুধু ছাই ই দেয়নি, ছাই দিয়ে মুতেও দিছে।
১০| ০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৬
নৈশ শিকারী বলেছেন: ইসলাম ধর্মকে কলুষতা প্রদান কারি মুসলিম নাম ধারি কাফিররা ধ্বংস হোক। রুশ সরকারকে ধন্যবাদ সময় উপযোগী পদক্ষেপ নেয়ার জন্য।
১১| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪১
অবেলার পানকৌড়ি বলেছেন: আইএস এর কয়েকদিনের ঘটনার সাথে আয়রনম্যান ৩ এর কাহিনী মিলে যাচ্ছে, আজ আবার দেখলাম মুভিটি। সবাইকে দেখার অনুরোধ রইল।
১২| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৯
বুরহানউদ্দীন শামস বলেছেন: খবরটা শুনে মন ভাল হয়ে গেল।
১৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
হতভাগা রাজু বলেছেন: আমার তো পেট ভরে গেছে
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৬
অদৃশ্য যোদ্ধা বলেছেন: খবরটা পড়ে ভালো লাগলো। এবার তোর কি হবে রে যুক্তরাষ্ট্র