![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অস্থির এবং আবেগী। ইমেইল - [email protected] মুখবই - http://www.facebook.com/m.k.a.hredoy
ডিসেম্বরের ২৫তারিখ থেকে ইংরেজী প্রাইভেট শুরু হইলো, সময় সকাল ১০টা। কিন্তু প্রায় প্রতিদিনই কারও না কারও আসতে লেইট হয় (আমার কথা না হয় না ই কইলাম। যেহেতু যাষ্ট ১০টায় ঘুম ধেকে উঠি সেহেতু ১০.৩০ এর আগে একদিনও যেতে পারি নাই) তাই ম্যাডাম রে বললাম "ম্যাডাম, প্রাইভেট টা দুপুরে নাইলে বিকেলে দেন"। ম্যাডামও আমগো কষ্ট টা বুঝলো । ভাল মাইনষের মত বিকেল ৩.০০টায় টাইম দিলো। আমরা তো মহা খুশি।
ঘটনা প্যাচ কাইলো অন্য যায়গায়। জানুয়ারীর ১তারিখে কলেজে গেলাম বইখাতা ছাড়াই। হগ্গোল রে লইয়া চটপটি খাইতেছিলাম। হঠাত প্রিন্সিপাল স্যারের তলব। সবাইরে ক্লাসে যাইতে হবে। ক্লাস টেনের একটা ক্লাশে সবাইরে বসাইলো (কলেজ রিপিয়ারিং এর কাজ চলছে তাই)।
প্রিন্সিপাল স্যার আসলো।
স্যার কইলো " আমার ফরানের ফরান ইস্টুডেন্টরা। তুমরাই জাতির চ্যারাগ বাত্তি। জাতিরে আলোকিত করার গুরু দায়িত্বই গোমগো। মাগার কলেজ রিপইয়ারিং এর কাজে এর লাইগা তো আর কেলাশ বন্ধ রাহা যায়না, কি কও তুমরা?"
আমরা প্রাইমারীর পুলাপাইনের মতো জোরসে চিক্কুর দিলাম "জি স্যাররররররররররররর"
স্যার দাত ক্যালাইয়া হাসি দিলো। আর কইলো "কাইল থেইকা তোমরা আর ফাস্ট ইয়ারের পোলাপাইন সকাল ৮টায় ক্লাস করতে আসবা"!!!
স্যারের কথা শুইনা এই শীতের মধ্যে আমগো সবাইর শরীর দিয়া ঘাম ছুটতে লাগলো। সবার শইলের তাপমাত্রা ১২০* এর বেশি হইয়া গেলো।
গত দুই দিন ধইরা সবাল ৮টায় ক্লাস শুরু হইতেছে। আমার সকাল ৭.৩০ এ ঘুম থেকে ইঠতে হইতিছে।
ম্যাডামে আজকে কেলাসে বইসা জিগাইলো "আগে তো সকাল ১০টায় ই আসতে পারতা না। অহন ক্যামন করো?" তারপরে ম্যাডাম মুচকি একখান হাসি দিয়ে চলিয়া গেলো। আমি আমার বুকের বামপাশে চিনচিন করিয়া ব্যাথা অনুখক করলাম।
মোরাল:- প্রায় পরীক্ষায় ই দেখি পোলাপাইন প্রিন্সিপাল(Principal) লেখতে "পি" ইউস না কইরা "বি" ইউস করে। দ্যাট মিনস (প্রিন্সি*ল") Princi "B" al । ম্যাডামে বার বার বলার পরও হেতারা এই ভুল টা বার বার করতো। আমি তখন বুঝতাম না ক্যান ওরা এইরাম করে। বাট এখন থেকে আমি যে এইরাম করমু তাতে কোনো সন্দহ নাই।
বিলাই নিয়া আমার ফটোগ্রাফি.... বড়ই সৌন্দর্য দেইখেন Click This Link
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
হৃদয় জিনিয়াস বলেছেন:
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
মামদোভুত বলেছেন:
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
হৃদয় জিনিয়াস বলেছেন:
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
নেংটি ইদুর বলেছেন: বাহ!! দারুন মজা করে লিখেছেন। আপনার প্রতি সহমর্মিতা আর আপনার প্রিন্সি বাল রে গদাম
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
হৃদয় জিনিয়াস বলেছেন: ধন্যবাদ নেংটি ইদুর। আপনি আমার প্রিয় ব্লগার। কমেন্ট পেয়ে খুশি হলাম। লেখালেখির তেমন অভ্যাস নাই। তবে মাঝে মধ্যে যা মাথায় আসে লিখে ফেলি। রম্য সিরিজ লেখার ইচ্ছে আছে।
আশাকরি সাথে থাকবেন।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আহারে!!
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
হৃদয় জিনিয়াস বলেছেন:
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
গ্রাম্যবালিকা বলেছেন: লেখা মজার হৈচে।
কলেজে পড়ে মাত্র, তাও এতো ফাকিবাজির চিন্তা! ক্লাস সাড়ে সাতটায় দিলে আরো খুশি হতাম।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০
হৃদয় জিনিয়াস বলেছেন: কমেন্ট পেয়ে খুশি হলাম। লেখালেখির তেমন।রম্য সিরিজ লেখার ইচ্ছে আছে। আশাকরি সাথে থাকবেন।
আল্লাহ যেনো আপনারে একদিন সকাল ৭টায় ক্লাস করার মজাটা বুঝায়। :!> :!> :!>
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭
মাহবু১৫৪ বলেছেন:
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
হৃদয় জিনিয়াস বলেছেন: :!> :!> :!>
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
ইমরাজ কবির মুন বলেছেন:
হুম বড়ই কষ্টের।
দেশে ডিজিটাল সময় কোন বছর ছিল? ২০১০ এ না? নাকি ১১? তখন শীতকাল, ঘড়ির কাটা ১ঘন্টা আগায়ে দেয়া হৈসিলো। সকাল ৭টা (নরমালি ৬টা) থেকে ১টা কোচিং ছিল।কনকনে ঠান্ডা, অমন অবস্থায় তখনকার ভোর ৬টায় (নরমালি ৫টা) ঘুম থেকে উঠে ৩-৪ মিনিটের পথ হেটে বাস ধরতাম খালি পেটে। ৮:৩০টায় বাসায় পৌছে নাকে-মুখে কিছু গুজে কলেজ এ ছুটতাম, ক্লাস ছিল ৯:১৫ টা থেকে, শেষ হতো ২:৩০ টায়। এরপর বাসায় এসে পেটে কিছু ঢুকাতে পারতাম।
কলেজ লাইফ থেকে কোন একটা ভার্সিটিতে অ্যাডমিটেড হওয়ার আগের সময়টা অনেক টাফ জিনিয়াস, এসব কষ্ট না করলে আরো অনেক বড় ধরণের disaster ফেইস করতে হবে। গুড লাক।
আপনি শাকিব খানের ভক্ত নাকি? ওনার মতো গোলাপী কালার শার্ট গায়ে জড়াইসেন দেখি (ছবিটা খুজে পাইনা তাই অ্যাড করতে পারলাম না) ||
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
হৃদয় জিনিয়াস বলেছেন: এখন শান্তি তে আছি ভাই
চাকিপ কানের সাথে তুলনা করিয়া লজ্জা দিবেন না :!> :!> :!>
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫
নেংটি ইদুর বলেছেন:
আমি আপনার প্রিয় ব্লগার হই কি করে? আমার হিন্দি সিরিয়াল পোস্ট কি আপনার খুব ভাল লেগেছে?
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
হৃদয় জিনিয়াস বলেছেন: দুখিত আমার নিকটি চিনতে সমস্যা হইছে
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯
মাক্স বলেছেন: আহারে

