![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অস্থির এবং আবেগী। ইমেইল - [email protected] মুখবই - http://www.facebook.com/m.k.a.hredoy
অনেকেই দেখি আনেক কিছু করে। বর্ষপুর্তি হিসেবে আলাদা এবং ভিন্ন আংগিকে কিছু করার প্রয়াস থেকে এই রচনা।
সুচনা:- বাংলা ব্লগ জগতে সামু একটি নাম করা ব্লগ সাইট এটা আর বলার অপেক্ষা রাখেনা। আমি এক বছর যাবত সামুর একজন ব্লগার।
সামু এবং আমি:- সামুর সাথে আমার প্রথম পরিচয় টা মনে নেই তবে প্রথম প্রথম অন্যের লেখা পড়তাম। আর অবাক হতাম। এত সুন্দর লেখা!!!! একদিন কি যেনো মনেকরে একটা এ্যাকাউন্ট খুলে ফেললাম। ওয়াচে থাকা অবস্থায় কিছুই বুঝতাম না। অন্যের পোষ্টে কমেন্ট করতাম। আর পোষ্ট দিলে আমার পোষ্টে কেউ কমেন্টে করতো না :/ এর পর মাসখানেক আর সামুতে আশা হয়নি। এইচ.এস.সি. ফাস্ট ইয়ার ফাইনাল শেষে হঠাত একদিন মেইল চেক করতে গিয়ে দেখি আমি সেফ! অনেক ভাল লেগেছিল সেদিন।
সামুর প্রয়োজনীয়তা ও প্রভাব:- ব্যাস্ততার কারনে অনেক সময় ই আসতে পারি না। তবে যতটুকু সময় আসি চেষ্টা করি নিজের জ্ঞান কে আরও ঝালিয়ে নিতে। বর্তমানে যেভাবে ইন্টারনেটের প্রসার ঘটছে বিশেষ করে বাংলাদেশে সেখানে সামু আমাদের কাছে বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করার বড় একটা প্লাটফর্ম।
আমার অভিজ্ঞতা :-আমার ১বছরের অভিজ্ঞতায় মনে হয় সামু তার আগের মত অবস্থায় নেই। প্রায়ই বিভিন্ন ক্যাচাল দেখি। তাছাড়া বিশেষ মানুষদের প্রায়ওরেটি দেয়া হয়। আমার দেখামতে বেশ কয়েকজন ব্লগার সামান্য কারনে সামুতে আসেনা। এছাড়া গ্রুপিং তো আছেই। যে কথাটা না বললেই নয়, "আমার এখন ছাগুদের ম্যাতকার শুনতে পাই" এগুলোর মাঝে কিছু উতসাহ মুলক অভিজ্ঞতাও আছে, মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে সামু অসাধারন ভূমিকা পালন করেছে (করছে)। এছাড়াও নারী প্রতিহিংসার বিপক্ষে বিক্ষোভ, অসহায়দের পাশে দাড়ানো আরও কত কি!
সাফল্য ধুয়ে নিয়ে যায় ব্যার্থতার কালি আর গ্লানিমা,কে। এতকিছুর পরও সামু চলছে তার নিজস্ব গতিতে।
কিছু মতামত:-
{মডুদের প্রতি} /- নির্বাচিত পোস্ট বা স্টিকি পোস্ট বাছাইয়ে আরও সতর্ক হওয়া উচিত। নিক খোলার পর অনেক দিন চলেগেলেও সেফ করা হয় না। এটা সর্বোচ্চ্যো ১৫দিনের বেশি ঝুলিয় রাখা উচিত না।
{সিনিয়র ব্লগারদের প্রতি} /- আনেক সিনিয়র বা হিট ব্লগার জুনিয়রদের রিপ্লে দেন না। (ব্যক্তিগতভাবে আমি ও এমনটার শিকার হয়েছি) এটা হতাসাজনক। ভুলে যাবেন না আপনারা কিন্তু আমাদের আইডল। এমনটা করলে আমরা জুনিয়র রাঅআশাহত হই।
স্বপ্ন:- স্বপ্ন আছে বেশ কয়েকজন ব্লগারের (যাদের আমি আইডল ভাবি) সাথে সামনা সামনি তাদের সাথে দেখা করা। যানিনা স্বপ্নটা পূরন হবে কিনা। না হলেও আক্ষেপ নেই। কারন সব ইচ্ছাই যদি পূরন হতো তবে পৃথিবীটা বড় এক ঘে লাগতো।
আমার আমি:- গত ১বছরে আমি কোনো ধরনের ক্যচালে যাইনি, মনের ভাব প্রকাশ করেছি। অনেকের ভালবাসা পেয়েছি। আমি একটা বিষয় নিয়ে সব সময় গর্ব করি। তা হল আমার কোনো মাল্টি নিক নেই। সামুতে যতটা সময় থাকি টেষ্টা করি কিছু শিখতে, বিনোদিত হতে এবং বিনোদন দিতে।
গত ১বছরে আমি:-
* পোস্ট করেছি: ১৪টি
* মন্তব্য করেছি: ১৮২টি
* মন্তব্য পেয়েছি: ১৫৭টি
* ব্লগ লিখেছি: ১ বছর ১৪ ঘন্টা
* ব্লগটি মোট ৩৫৩৭ বার দেখা হয়েছে
উপসংহার:- সামুর মডু ও সকল ব্লগারদের প্রতি শুভ কামনা। যারা সামুকে এতদূর নিয়ে এসেছেন এবং আরও দূরে নিয়ে যাবেন। সামু তো ভবিষত প্রজন্মের জন্য আমাদের রেখে যাওয়া দলিল।
-------------------------------------------------------------------
বি.দ্র:- আমি আতি ক্ষুদ্র একজন লেখক (নিজেকে ব্লগার বলার সাহস আমার নেই)। আমার ক্ষুদ্র বুদ্ধমত্তা দিয়ে হয়ত সামুকে মাপা সম্ভব নয়। তবুও চেষ্টা করেছি। ভুলহলে ক্ষমাসুন্দন দৃষ্টিতে
দেখবেন
------------------------------------------------------------------
সংযুক্তি:-
বিরিয়ানী খান সবাই
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
হৃদয় জিনিয়াস বলেছেন: ১ম কমেন্টের জন্য ধন্যবাদ। অমার্ও সক্রিও থাকার ইচ্ছে। আপনাদের জন্য বিরিয়ানী দিলাম। একটু পরই মিলাদ।
**** যাইয়েন না আবার, মিলাদের শেষে কিন্তু ড্যান্স আছে।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
shfikul বলেছেন: +++
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১
হৃদয় জিনিয়াস বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২
shfikul বলেছেন: +++
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
হৃদয় জিনিয়াস বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: শুভকামনা ও কনগ্র্যাচুলেশন!
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
হৃদয় জিনিয়াস বলেছেন: ধন্যবাদ এবং ভালবাসা
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
মদন বলেছেন: বিরিয়ানীর ছবি দেইখা আমি আতংকিত
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
হৃদয় জিনিয়াস বলেছেন: মদন ভাই, বুঝবার পারতাছেন না ক্যালা??? ২৭৫ জন ব্লগার ও ৮২১ জন ভিজিটর (১৮০ জন মোবাইল থেকে) আছে। হগ্গোলের ব্যবস্থা করলাম আর কি
যার লাগবো..... নিবো......... আর খাইবো........
খাইয়, মিলাদ পইড়া ড্যান্স দিয়া চইলা যাইবো
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১
হৃদয় জিনিয়াস বলেছেন: **** যাইয়েন না আবার, মিলাদের শেষে কিন্তু ড্যান্স আছে।
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
আশিক মাসুম বলেছেন: খানা পিনার জন্য ধন্যবাদ পোষ্টে ভাল লাগা রেখে গেলাম।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
হৃদয় জিনিয়াস বলেছেন: অসাধারন ভাললাগা।
এই ধরনের কথা (কমেন্ট) আমাকে প্রেরনা যোগায় ভাল কিছু করতে।
ধন্যবাদ।
৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
নেংটি ইদুর বলেছেন: শুভ কামনা ভ্রাত +
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
হৃদয় জিনিয়াস বলেছেন: আপনার প্রতিও শুভ কামনা এবং ভাল লাগা
৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
গ্রাম্যবালিকা বলেছেন: ভালো হয়েছে রচনা। ২০/২০ দিলাম। নাম্বাদ দিতে আমি দিলখোলা।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
হৃদয় জিনিয়াস বলেছেন: ইস...... আমার এইচ.এস.সি এর বাংলা খাতা টা যদি আপনি দেখতনে :!> :!> :!>
৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪২
দায়িত্ববান নাগরিক বলেছেন: খানাপিনা
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
হৃদয় জিনিয়াস বলেছেন: পছুন্দ হয় নাইক্কা???
১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮
মাক্স বলেছেন: শুভকামনা!!!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
হৃদয় জিনিয়াস বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আরো সক্রিয় হন সামনে... আপনার জন্যে শুভকামনা অ কনগ্র্যাচুলেশন! মিষ্টিদইবিরিয়ানি কিছুই তো দিলেন না! এক বছর ব্যান খাইলেন না!!! এই খুশিতে তো ভাই পাটি হবে!!
পোস্ট মজা হইছে ভাই