![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অস্থির এবং আবেগী। ইমেইল - [email protected] মুখবই - http://www.facebook.com/m.k.a.hredoy
(০১)
অমার এইচ বসে সি পরীক্ষার হল আমার নিজ এলাকা থেকে বেশ দূরে উপজেলা শহরে। উল্লেকখ্য সেখানেই অমার মামা বাড়ি। প্রতিটা পরীক্ষার আগের দিন মামার বাসায় চলে যেতাম। যাতে করে এগজামের দিন জার্নি করে যাওয়া না লাগে।
মূল ঘটনায় আসি, শাহিনা কে বাচানোর জন্য কি আপ্রান চেষ্টা ই না করেছিলো উদ্ধার কর্মীরা। কিন্তু আমরা পারি নি!!! আমদের পক্ষে সম্ভব হয়নি শাহিনা কে জীবিত ফেরত আনা টা।
শহিনার লাশ যেদিন রানা প্রাজা থেকে উদ্ধার করা হলো তার পরদিন আমার পরীক্ষা ছিলো। অমি যাথারিতী মামার বাসায় গেলাম। দেখলাম মমীর মুখটা অন্ধকার। অমাকে দেখার পরই মামী বললেন
- "জানো, শাহিনা মারা গেছে?"
আমি বললাম
-হ্যা।
আমি জানি শাহিনা অমার কেউ না। আমি তাকে চিনিও না। কিন্তু আমার বুকের ভেতর কিসের একটা চাপ অনুভব অনুভব করছিলাম। কেনো যানি রাতে শোবার সময় আপনা আপনি চোখ থেকে দুফোটা জল গড়িয় পড়লো। মনে হচ্ছিল আমি শাহিনা কে মেরছি। ঘুমাকে যাওয়ার আগে ভেসে উঠেছিলো শাহিনার ছোটো বাচাচাটার মুখ। রাতে খাবার টেবিলে মামী আবার ও শহিনার কথা তুললেন। শুনলাম আগের দিন সে শাহিনার জন্য দুই রাকাত নফল নামাজ পড়েছে। যাতে সে সুস্থ অবস্থায় ফিরে আসতে পারে।
কিন্তু আমরা পারি নি....
তাকে হয়তো বাচাত পারিনি আমরা কিন্তু তার পরও বলবো্ জয় হয়েছে মানবতার।
(০২)
আজ রেশমার খবর টা প্রথম পাই ফেসবুকে। প্রথম ভাবলাম গুজব!! পরে টিভি তে দেখলাম ঘটনা সত্য!!! পুরো সময়টা একটা বারের জন্য টিভির স্কৃন থেকে চোখ সরাতে পারলাম না। আস্থির লাগতেছিলো। ফুল স্পৃডে ফ্যান চাড়ার পরও ঘামছিলাম। ভাবতেছিলাম আবার ও কোনো দূর্ঘটনা হবে না তো??? আবারে হাজারো চোখ জলে ভাসিয়ে রেশমাও চলে জাবে না তো না ফেরার দেশে???
সেনা বাহিনীর সদস্য দের সাথে সাথে নারায়েন তাকবীর.. আল্লাহহু আকবর যপছিলাম। হঠ্যাত দেখলাম সেই কাংকিত মুখ টা!!!
যানি না অন্যদের কি হয়েছে.. তবে আমর পক্ষে আজ এই ঘটনার পরও চোখের জল আটকানো সম্ভব হয়নি। নিজেকে কখনো ই আবেগী ভাবতাম না। সেই অমার চোখে ও জল।
লেখাটা লেখছি আর কল্পনা করছি, রেশমার পাশে এখন তার মা বসে আছে। তার চোখেও পানি। মেয়েকে ফিরে পাওয়ার আনন্দ। সেই চোখের পানি যে চোখের পানি ও বাচাতে পারেনি শাহিনা কে। রেশমার মা আজ কাদুক.....আমরা তাকে বাধা দেবো না...........
আজ তো অনেকেই কেদেছে। কেউ হয়তো আমার মতো লুকিয়ে কেদেছে। কেউ হয়তো প্রকাশে।
কাদুন সবাই... এ তো শুখের কান্না!!!!
"জয় হোক মানবতার"
১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
হৃদয় জিনিয়াস বলেছেন:
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৩ রাত ১২:৪২
অমৃত সুধা বলেছেন: বিশ্ব মিডিয়াতে রেশমাকে নিয়ে তোলপাড়
http://dhakajournal.com/?p=7037